কলকাতা: 'আরে...আমার ইংলিশ ম্যাডাম...আগেই বলেছি, তুমি আমায় পছন্দ করতে পারো, ভালওবাসতে পারো...আর এখন আমার লেখা কবিতাও তোমার ভাল লাগছে' বান্ধবী রুক্মিণীর পোস্টের এমন মজার জবাবই দিলেন সাংসদ-অভিনেতা দেব। ঘটনাটা হল, সোমবার রুক্মিণী একটি পোস্টে লেখেন, দেবের সঙ্গে কবিতা নিয়ে কথা বলছিলেন তিনি। বলেছিলেন, তিনি কবিতা কত পছন্দ করেন। এরপরই দেব তাঁকে একটি কবিতা লিখে পাঠান। পড়ে দেখুন - রুক্মিণীর সঙ্গে কথা হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই দেব নাকি এই কবিতাটি লিখে ফেলেন। সেটি পোস্ট করে রুক্মিণী মজা করে বলেন, আমার কিছু বলার নেই।
পড়ুন বান্ধবী রুক্মিণীকে কী কবিতা লিখলেন দেব, 'আমার কিছু বলার নেই' এল জবাব!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2020 01:03 PM (IST)