মুম্বই: ২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার আসতে চলেছে দ্বিতীয় সন্তান। সুখবরটা নিজেই শেয়ার করে নিলেন বলিউডের এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করে জানিয়েছেন যে, তাঁদের জীবনে দ্বিতীয় সন্তান আসতে চলেছে।
ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা (Evelyn Sharma) দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিই তাঁর বেবি বাম্পের। ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন যে, 'তোমাকে দু হাতে ধরার জন্য অপেক্ষা করতে পারছি না। দ্বিতীয় সন্তান আসার পথে।' অভিনেত্রীর এই সুখবরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। নেহা ধুপিয়া থেকে নীল নীতিন মুকেশ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীকে।
আরও পড়ুন - Pathaan: প্রেক্ষাগৃহের পর কবে ওটিটিতে মুক্তি পাবে 'পাঠান'? এল আদালতের নির্দেশ
প্রসঙ্গত, ২০২১ সালে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড নায়িকা ইভলিন শর্মা। মেয়ের নাম রাখেন আভা। ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্য়ায়। সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় এখন আমি।'
২০২১ সালের মে মাসে দীর্ঘদিনের প্রেমিক তুষার ভিন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ইভলিন শর্মা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবিও শেয়ার করে নিয়েছিলেন। বলিউডে অভিনয় করেছেন বে কিছু ছবিতে। রণবীর কপূরের জনপ্রিয় ছবি 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-তে অভিনয় করে নজর কাড়েন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে 'ইয়ারিয়া' ছবিতেও।