কলকাতা: রঙিন ছবি কিন্তু পুরনো ধাঁচ। ভাষা, লেখার আদল সবেতেই যেন ৫০-এর দশকের ছোঁয়া। পোস্টারের বেশিরভাগ জুড়ে রয়েছেন মহানায়ক। উত্তমকুমারের ঝরঝরে হাসিই যেন প্রধান আকর্ষণ ছবির। আর তার নিচে রয়েছে তিন অভিনেতার ছবি। এদের মধ্যে একজন গৌরব চট্টোপাধ্যায়। তাঁর আরও এক পরিচয়, তিনি উত্তমকুমারের নাতি। দাদুর জন্মদিনে উচ্ছসিত গৌরব জানালেন, উত্তমকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি!
গোলমেলে ব্যাপারের উত্তর মিলবে সৃজিত মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেই। মহানায়ককে সম্মান জানিয়ে আজই তিনি প্রকাশ করেছেন তাঁর নতুন ছবির পোস্টার। নাম- 'অতি উত্তম'। সৃজিতের ছবিতে অভিনয় করছেন উত্তমকুমার স্বয়ং! সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশানে লিখলেন, ' টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট'।
সৃজিত তাঁর এই নতুন ছবির খবর প্রকাশ করেছিলেন অনেকদিন আগেই। ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করদে দেখা যাবে উত্তমকুমারকে। উত্তমকুমারের চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন 'প্রায় কাফকা' অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সৃজিতের এই 'ড্রিম প্রোজেক্টের হাত ধরে অভিনয়ে পা রাখছে চলেছেন বেশ কিছু নতুন মুখ। সূত্রের খবর, জিনা তরফদারকেও দেখা যাবে এই ছবিতে।
আজ নিজের প্রোফাইল থেকে নতুন ছবির পোস্টার শেয়ার করে গৌরব লিখেছেন, 'কিংবদন্তির সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করে নেওয়া যে কোনও অভিনেতা স্বপ্ন। শুভ জন্মদিন গুরু। ভারতীয় সিনেমা, গোটা বাঙালি জাতি আর বিশ্বের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের গর্ব।'
'অতি উত্তম' মুক্তির দিন ঘোষণা হয়নি এখনও। তবে ছবির পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। আর দাদুর জন্মদিনে স্বপ্নপূরণের উচ্ছাস নাতির। উত্তমকুমারের সঙ্গে একপর্দায়! অধীর আগ্রহে দিন গুনছেন গৌরব।