কলকাতা: দেবলীনা কুমার - গৌরব চট্টোপাধ্যায়। এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অফস্ক্রিন জুটি। সম্পর্ক নিয়ে রাখঢাক নেই। দুজনের মিষ্টি সম্পর্কের প্রকাশ ফেসবুক, ট্যুইটার ইনস্টাগ্রাম, সর্বত্রই। কখনও একসঙ্গে সাইকেল চালানোর ছবি, তো কখনও জিমে গিয়ে ঘাম ঝরানো। দুজনের সম্পর্কের রসায়ন সকলকেই মুগ্ধ করে। সম্প্রতি যুগলের একটি এক্সপেরিমেন্টাল ফটোশ্যুটের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। সেখানে একেবারে ভিন্ন ধরনের সাজে দেখা গেছে 'রানি রাসমনি'র মথুরবাবুকে। আর তাঁর সঙ্গী দেবলীনাকেও দেখা যাচ্ছে এক্কেবারে ভিন্ন মেজাজে। এই ধরনের লুকে আগে কখনওই দেখা যায়নি তাঁকে। এই ফটোশ্যুটের একের পর এক ছবি পোস্ট করেন তাঁরা। ওই সিরিজেরই দেবলীনার একটি ছবিতে গৌরবের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা বসুও কমেন্ট করেন। তিনি লেখেন, 'স্টানিং'।



বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তনের সঙ্গে যে সংঘাতের সম্পর্ক নয়, তা আগেও দেখিয়েছেন গৌরব। এবারও দেবলীনার ছবিতে অনিন্দিতার কমেন্ট সেই সুসম্পর্কের কথাই বলছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে গৌরব জানান, বিবাহবিচ্ছেদ মানেই তো সম্পর্কের শেষ নয়। ভাল সম্পর্ক তো থাকবেই। অযথা তিক্ততা বাড়বে কেন, আমাদের সম্পর্কে তো কোনও খারাপ কিছু ঘটেনি। এসব হয়ত আগেকার দিনে হত, এখন আর এইসমস্ত হয় না।



দেবলীনার গলায়ও সেই একই সুর। 'গৌরবের সঙ্গে অনিন্দিতা দির জীবনের যে অধ্যায় কেটেছে, সেই সময় তো আমি ওঁদের ধারেপাশেও ছিলাম না। তাই সেই সম্পর্কের জন্য তাঁর সঙ্গে সম্পর্ক খারাপ হবে কেন?'





তবে কি তোমরা বন্ধু? 'আমরা একই ইন্ডাস্ট্রিতে আছি। কমন বন্ধু-বান্ধব আছে। কাজের সূত্রে দেখাও হয়। রোজ ফোনে গল্প, বেড়ানো বা আড্ডার সম্পর্ক না হলেও সুস্থ-সুন্দর সম্পর্ক আমাদের। কেনই বা তিক্ততা থাকবে? আমি আর গৌরব তো ওঁর সঙ্গে একটি ফ্যাশন হাউসের জন্য ফটোশ্যুটও করেছি আগে।', জানালেন দেবলীনা।



অনিন্দিতা গৌরবের অতীত অধ্যায়। তার সঙ্গে কাজ করতে অস্বস্তি হয়নি?
'একেবারেই নয়। আমি যখন প্রস্তাবটা পাই, তখন বলেছিলাম, ওঁর জায়গায় অন্য কোনও অভিনেত্রী হলেও তো কাজ করতাম। তাহলে অনিন্দিতা দির সঙ্গে নয় কেন?'
ইন্ডাস্ট্রিতে গৌরবের সঙ্গে দেবলীনার অফস্ক্রিন কেমিস্ট্রি অন্যতম চর্চার বিষয়। একের পর এক ছবিতে নজর কাড়ছেন যুগলে। তবে কি স্ক্রিনেও যুগলের জাদু দেখা যেতে পারে?
'খুবই খুশি হব তেমন কোনও প্রস্তাব এলে', জানালেন দুজনেই।





দেখুন ফটোশ্যুটের ভিডিও