শ্বাসকষ্টের সমস্যা, প্রয়াত ছোটপর্দার অভিনেতা জগেশ মুকাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2020 03:53 PM (IST)
জগেশের মৃত্যুসংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেত্রী অম্বিকা রঞ্জনকর।
মুম্বই: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জগেশ মুকাতি প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল বিকেল তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। তিনি ‘অমিতা কা অমিত’, ‘শ্রী গণেশ’-এর মতো শোয়ে কাজ করেছিলেন। জগেশের বন্ধু গুজরাতের মঞ্চাভিনেতা সঞ্জয় গোরাদিয়া জানিয়েছেন, ‘শুক্রবার গণেশকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি কাউকে খবর দেননি। কারণ, এখন করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। তাই তিনি কাউকে বিব্রত করতে চাননি। জগেশ দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট ও স্থুলতা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তিনি খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করার পাশাপাশি শরীরচর্চাও করছিলেন। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর আর তাঁর পক্ষে শরীরচর্চা করা সম্ভব হচ্ছিল না। ফলে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। গত সপ্তাহে তাঁর শ্বাস বন্ধ হয়ে যায়। তাঁকে জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে।’ সঞ্জয় আরও জানিয়েছেন, ‘গতকাল হঠাৎ জগেশের অ্যাজমা অ্যাটাক হয়। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিকেল তিনটে নাগাদ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। গতকাল সন্ধেবেলাই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।’ জগেশের মৃত্যুসংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেত্রী অম্বিকা রঞ্জনকর। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জগেশ সদাশীল ব্যক্তি ছিলেন। তিনি অন্যদের সবসময় সাহায্য করতেন। তাঁর রসবোধ প্রখর ছিল। অকালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’