হাওড়া: রাজ্যের করোনা চিত্রে বরাবরই বিপজ্জনক অবস্থান হাওড়ার। একটানা এই জেলার করোনা-গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। আনলক ওয়ান শুরু হয়ে যাওয়ার পরও হাওড়ায় করোনা সংক্রমণ  নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না জেলা প্রশাসন। জেলার ২০ টিরও বেশি ওয়ার্ড চিন্তার কারণ হয়ে উঠছে। তার মধ্যে  হাওড়ার  টিকিয়াপাড়া, পিলখানা, মল্লিকফটকের ঘিঞ্জি এলাকা ভাবনার কারণ হয়ে উঠছে । সেখানে এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা।


এরমধ্যে চিন্তায় ফেলছে  পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের বিষয়টি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলার ৭৬ জন পুলিশ কর্মী করোনা পজিটিভ। আক্রান্ত পুলিশ কর্মীরা হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা ও শিবপুর পুলিশ লাইন্সে কর্মরত। এখনও পর্যন্ত হাওড়ায় ৪৮ জন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।  আক্রান্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে চিকিত্‍সক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ছাড়াও অ্যাম্বুল্যান্স চালকও রয়েছেন।


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৯৫।  মৃতের সংখ্যা ৫৬।  এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাওড়ার জনঘনত্ব বেশি।  পুলিশ কর্মীরা যেহেতু সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাই তাঁদের সংক্রমণের শিকার হচ্ছেন।  তবে প্রশাসন করোনা রুখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী।


হাওড়ায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতেও দোকানপাট খুলেছে। চলতে শুরু করেছে যানবাহন। তারই মধ্যে ধরা পড়ছে করোনা-সতর্কতা ছাড়াই লোকজনের ঘুরে বেড়ানোর ছবি। কোথায় মাস্ক? স্যানিটাইজারের ব্যবহারও চোখে পড়ছে না। এই পরিস্থিতির মধ্যেই বুধবার হাওড়ায় আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কোভিড পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত কথাবার্তাও হয় তাঁদের।