নয়াদিল্লি: ৭৫ কোটি টাকা (75 crore) দামের বাংলো কিনলেন বলিউড অভিনেতা (Actor) ও প্রযোজক (Producer) জন আব্রাহাম (John Abraham), খবর সূত্রের। খার অঞ্চলে অবস্থিত এই বিলাসবহুল সম্পত্তি (luxurious property)।
নতুন সম্পত্তির মালিক জন আব্রাহাম
৫১ বছর বয়সী অভিনেতা-প্রযোজক এমনিতে একাধিক রিয়েলটি প্রজেক্ট এবং সংস্থায় বিনিয়োগ করেন এবং একজন ক্রীড়া উৎসাহীও বটে। জন থাকেন সমুদ্রের দিকে মুখ কার পেন্টহাউজে। যেটি পশ্চিম বান্দ্রার শার্লি রজন রোডের 'হিতেন অ্যাপার্টমেন্ট'-এর অন্তর্গত।
নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে জাতীয় সংবাদ সংস্থা পিটিআই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে উত্তর পাওয়া যায়নি। তাঁর প্রযোজনা সংস্থা জেএ এন্টারটেনমেন্টের তরফেও ফোন বা মেসেজের উত্তর করা হয়নি বলে খবর। যে বিলাসবহুল বাংলো তিনি কিনেছেন বলে খবর, তা ১৩ হাজার ১৩৮ বর্গফুটের ওপর তৈরি। এই জায়গার দাম ৭৫ কোটি পর্যন্ত বলেই খবর, এবং এখানে পুনর্বিকাশেরও সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, এই প্রপার্টি অভিনেতা কিনেছেন ৮১ বছর বয়সী প্রবীণ নাথালাল শাহের থেকে। আপাতত তিনি মার্কিন মুলুকে পেনসিলভেনিয়ার বাসিন্দা তাঁর ১০ সদস্যের পরিবার নিয়ে। তাঁর পশ্চিম খারের লিঙ্কিং রোডের ওপর যে সম্পত্তি ছিল তার জমির পরিমাণ ৭ হাজার ৭২২ বর্গফুট এবং একটি দোতলা বাংলো যার পরিমাণ ৫ হাজার ৪১৬ বর্গফুট। খবর Indextaps.com সূত্রে। সূত্রের আরও খবর, বিক্রেতাকে এই সম্পত্তির জন্য অভিনেতা ৭০.৮৩ কোটি টাকা দাম দিয়েছেন এবং স্ট্যাম্প ফি বাবদ বিএমসিকে আরও ৪.২৫ কোটি টাকা দিয়েছেন, ২৭ ডিসেম্বরে।
আরও পড়ুন: Swastika Mukherjee Exclusive: শুধু অভিনয় করার সময়ই বাবা-মা বলে ডাকতে পারি, আক্ষেপ স্বস্তিকার
লিঙ্কিং রোড বেঙ্গালুরুর এমজি রোডের পরে দেশের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় হাই স্ট্রিট রিটেল হিসেবে নির্বাচিত হয়েছে। খারের আবাসিক রিয়েলটির দাম প্রতি বর্গফুট ৪০ হাজার থেকে ৯০ হাজার টাকা। Indextap.com সূত্রে খবর, শাহ পরিবারের দশ সদস্যের সঙ্গে আব্রাহাম এগ্রিমেন্ট রেজিস্টার করিয়েছেন। প্রসঙ্গত, জন আব্রাহামের হাতে রয়েছে একাধিক প্রজেক্টের একটি লম্বা তালিকা, যার মধ্যে 'ডিপ্লোম্যাট', 'তেহরান', 'তারিক' ও 'ভেদা' আছে। শোনা যায় জন আব্রাহাম একাধিক সংস্থায় বিনিয়োগ করেছেন। তার মধ্যে অনলাইন, খাদ্যদ্রব্য, পানীয়, ফিটনেস ইত্যাদিও আছে। তিনি দুটি স্পোর্টস দলেরও মালিক। একটি গুয়াহাটির নর্থইস্ট ইউনাইটেড এবং দিল্লি ওয়েভরাইডার্স।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।