নয়াদিল্লি: বলিউডে আবারও থাবা বসালো করোনা। এবার করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) ও তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চল (Priya Runchal)। তাঁরা দু'জনেই করোনার টিকা নিয়েছেন। আপাতত উপসর্গ সামান্য বলেই জানা গেছে।


 






এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা নিজেই। জন লিখেছেন, 'আমি তিন দিন আগে একজনের সংস্পর্শে এসেছিলাম। পরে জানতে পেরেছি তিনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রিয়া ও আমার কোভিড হয়েছে। আমরা বাড়িতে নিজেদের কোয়ারান্টিন করেছি ফলে অন্য কারও সংস্পর্শে আসিনি। আমরা দুই জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের সামান্য উপসর্গ রয়েছে। দয়া করে ভাল ও সুস্থ থাকুন। মাস্ক পরুন।'




আরও পড়ুন: Varun Dhawan: বাবার আশীর্বাদ নিয়ে ২০২২-এ প্রবেশ, বরুণ ধবনের পোস্ট ভাইরাল


দুই বছর পর খানিক থিতিয়ে এসেছিল করোনার প্রকোপ। কিন্তু তারই মধ্যে জাঁকিয়ে বসেছে ওমিক্রন আতঙ্ক। গত কয়েকদিন বলিউড ও টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় এবার জন আব্রাহাম ও তাঁর স্ত্রীও। 


গত কয়েকদিন বলিউডে করিনা কপূর খান, অমৃতা অরোরা, অর্জুন কপূর, রিয়া কপূর ও তাঁর স্বামী কর্ণ বুলানি করোনা আক্রান্ত হয়েছেন। করোনা হানা দিয়েছে টলিউডেও। সম্প্রতি কোভিডের কবলে পড়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র। কোভিডে আক্রান্ত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 


সবেমাত্র করোনার প্রকোপ কাটিয়ে খানিক মাথা তুলে দাঁড়াচ্ছিল সাধারণ জনজীবন। কিন্তু তার মধ্যেই ফের আতঙ্কে ফেলছে ওমিক্রনের বাড়বাড়ন্ত। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিধিনিষেধ, নৈশ কার্ফু জারি হয়েছে। ফের অচল হওয়ার পথে জীবন।