মুখ্যমন্ত্রী জয়ললিতা অসুস্থ, তাই জন্মদিন পালন নয়:কমল হাসান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2016 05:09 PM (IST)
চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারী জয়ললিতা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর অসুস্থতার জেরে এবছর জন্মদিনে কোনও উত্সব পালন করবেন না অভিনেতা কমল হাসান। ভক্তদের উদ্দেশ্যে তাঁর বার্তা কোনওধরনের আনন্দ-উত্সব এবছর তাঁর জন্মদিনকে কেন্দ্র করে হবে না। অভিনেতা কমল হাসানের জন্মদিন আগামী ৭ নভেম্বর। অভিনেতা এবং চিত্র-পরিচালক কমল হাসান প্রতিবছর এই দিনটি খুন ধুমধাম করে পালন করেন। কিন্তু এবছর তিনি ওই দিনটি শুধুই কাজ করতে চান। এখন তিনি তিনটি ভাষার ছবি 'সাবাশ নাইডু'র কাজে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অ্যাপোলো হাসপাতালে তাঁর চিকিত্সা হয়েছে দীর্ঘদিন ধরে।