সম্প্রতিই নিজের বড় ভাই চন্দ্র হাসানকে হারিয়েছেন অভিনেতা। এবার তাঁ নিজের বাড়িতে আগুন, অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। শনিবার ভোররাতে কমল হাসানের চেন্নাইয়ের আলোয়ারপেটের এই বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
কমল হাসানের টুইটার পোস্ট অনুযায়ী, তাঁর অধীনস্থ স্টাফেরাই তাঁকে এই বিপদ থেকে মুক্ত করেন। চারতলা থেকে তিনি কোনওমতে নীচে নেমে এলেও, তাঁর ফুসফুসে ধোঁয়া ঢুকে যাওয়ায় তিনি অসুস্থবোধ করছেন।তবে সবকিছুর শেষে আপাতত নিরাপদ রয়েছেন কমল।
অভিনেতার ভক্ত এবং টুইটার ফলোওয়াররা অভিনেতার বাড়িতে আগুন লাগার ঘটনা জানার পরই আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে কাজের দিকে এখন অভিনেতা প্রস্তুত হচ্ছেন তাঁর আসন্ন ছবি বিশ্বরূপম ২, সাবাস নাইডু-র মুক্তি নিয়ে। এবছরের শেষের দিকে এই ছবিগুলির মুক্তির কথা রয়েছে।