বেঙ্গালুরু: দল থেকে বাদ পড়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। কিন্তু তাঁকে যিনি বাদ দিয়েছেন, সেই নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি নন, রামকুমার রামনাথনের কাছে অনুপ্রেরণা লিয়েন্ডারই। আজ উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের প্রথম ম্যাচ জিতে রামকুমার বলে দিলেন, লিয়েন্ডারই তাঁকে ভাল খেলার অনুপ্রেরণা দিয়েছেন।
আজ এশিয়া/ওশেনিয়া গ্রুপ আই-এর টাইয়ের প্রথম সিঙ্গলসে তেমুর ইসমাইলভকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন রামকুমার। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৫-৭, ৬-২, ৭-৫। এরপরেই রামকুমার বলেছেন, ‘ম্যাচের আগে আমি লিয়েন্ডারের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেন, দেশের হয়ে ডেভিস কাপে খেলা বড় বিষয়। নিজের সেরাটা দাও। রোহন বোপান্নাও আমাকে পরামর্শ দিয়েছিল। আমার ফিজিওর ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
লিয়েন্ডারই ভাল খেলার অনুপ্রেরণা, বলছেন রামকুমার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Apr 2017 09:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -