মুম্বই: পায়ে শুধু একটা ছোট্ট কড়া। পাত্তা দেননি বিশেষ, আর তার থেকে যে এমন পরিণতি হবে তা বোধ হয় তিনি নিজেও ভাবতে পারেননি। আলোচনা হচ্ছে টেলি অভিনেতা লোকেন্দ্র সিংহকে নিয়ে। পায়ে ছোট কড়া হয়েছে দেখে অবজ্ঞা করেছিলেন। তাতেই অপূরণীয় ক্ষতি হয়ে গেল তাঁর। পঞ্চাশ বছরের ওই অভিনেতার হাঁটু থেকে বাদ পড়ল গোটা পা-টাই।
মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে টানা ৫ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এরপর তাঁকে প্রাণে বাঁচানো যায়, কিন্তু পায়ের অর্ধেক অংশ বাঁচাতে পারলেন না চিকিৎসকেরা। অভিনেতা, জানিয়েছেন তাঁর পায়ে একটা কড়া হয়েছিল। কিন্তু সেটাকে বিশেষ পাত্তা না দিয়েই ফেলে রেখেছিলেন। তাতেই বিপত্তি। কড়া থেকে সংক্রমণ হয়ে সাংঘাতিক কাণ্ড। 'সংক্রমণ ছড়িয়ে পড়ে বোন ম্যারোতেও। যতদিনে বুঝতে পারি, ততদিনে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে,' বলেছেন অভিনেতা। এরপর সংক্রমণ ধীরে ধীরে দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। ডাক্তার সব দেখে জানান যে তাঁর 'গ্যাংগ্রিন' হয়ে গিয়েছে। এরপর যমে-মানুষে টানাটানি। অভিনেতার কথায়, 'জীবন ফিরে পেতে একটাই উপায় বাকি ছিল। আর তা হল পা বাদ দিয়ে দেওয়া।'
অভিনেতা আরও জানান, তাঁর জীবন নির্দিষ্ট সময়ে বা ছন্দে চলে না, ফলে বছর দশেক আগেই তিনি ডায়াবিটিসে আক্রান্ত হয়ে পড়েন। এরই ফলে সংক্রমণ থেকে হওয়া ঘা শুকোতেও বেশ সময় লাগছিল। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত পা-টাই বাদ দিতে হল।
করোনা অতিমারীর আবহে অভিনেতার আর্থিক অবস্থাও বিশেষ ভাল নেই। লকডাউনের আগে ভালই কাজকর্ম চলছিল। কিন্তু এরপর করোনা আবহে তিনি সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর উপরেই নির্ভর করে থাকেন। সেখান থেকেই সাহায্য পেয়েছেন অভিনেতা। যদিও তাঁর শরীরের এখন যা পরিস্থিতি, তাতে আর কাজে ফিরতে চাইলেও সম্ভব হবে কি না জানেন না তিনি।
একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন 'ইয়ে হ্যায় মহব্বতে', 'যোধা আকবর' ইত্যাদিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে লোকেন্দ্র সিংহকে। এছাড়াও অনুরাগ বসু পরিচালিত 'জগ্গা জাসুস' ও সঞ্জয়লীলা ভংশালীর 'মালাল' ছবিতেও অভিনয় করেছেন তিনি।