নয়াদিল্লি: ২৩ এপ্রিল ৫৪ বছর পূর্ণ করলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। আর এই বিশেষ দিনই বেছে নিলেন তিনি নিজের নতুন ছবির ঘোষণার জন্য। অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর নতুন কাজের কথা। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে (Social Media) শেয়ার করলেন ছবির পোস্টার (Poster)। ছবির নাম 'বন্দা' (Bandaa)।
জন্মদিনে নতুন ছবির ঘোষণা মনোজ বাজপেয়ীর
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী গতকাল, রবিবার, ঘোষণা করেন তাঁর নতুন ছবি 'বন্দা'র নাম। তিনি জানান, এই ছবি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন 'বন্দা'র পোস্টার শেয়ার করে লেখেন, 'যখন ন্যায়ের কথা আসে, একজন '#বন্দা'ই যথেষ্ট। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত শতাব্দীর বিচারের সাক্ষী থাকুন শুধুমাত্র জি ফাইভে।' শীঘ্রই এই ছবি মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ। চোখে চশমা, পরনে স্যুট, পোস্টারে দেখা গেল অভিনেতার ছবির লুক।
ছবিটি কোর্টরুম ড্রামা ঘরানার যা সোজাসুজিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং ছবিতে একজন নামী আইনজীবীর ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। এমন এক আইনজীবী যে সত্য ও ন্যায়ের জন্য সকল প্রতিকূল পরিস্থিতির বিপরীতে একাই লড়াই করার ক্ষমতা রাখেন।
এই ছবির পরিচালক অপূর্ব সিংহ কারকি। এক সংবাদ সংস্থাকে তিনি ছবি প্রসঙ্গে বলেন, 'এই ছবির মধ্যে - দূর্দান্ত একটা কঠিন বাস্তবের গল্প, মনোজ বাজপেয়ীর মতো একজন শান্ত ও দৃঢ় অভিনেতা, এবং অত্যন্ত সবল সাপোর্টিং কাস্ট - সবই আছে।'
ছবি প্রসঙ্গে মনোজ বাজপেয়ী বলেন, 'জি ফাইভের সঙ্গে বন্দার হাত ধরে তৃতীয় কাজের কথা ঘোষণা করতে গিয়ে অত্যন্ত আনন্দ হচ্ছে। 'সাইলেন্স... ক্যান ইউ হিয়ার ইট' ও 'ডায়াল ১০০'র সফল সফরের পর আমরা এবার এক দুর্দান্ত জীবনের গল্প নিয়ে আসছি যেখানে সকলের দৃষ্টিপাত প্রয়োজন এবং এই দারুণ অভিযানে আপনাদের যোগদানের তর সইছে না।'
আরও পড়ুন: Urvashi Rautela: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, সাংবাদিককে আইনি নোটিস পাঠালেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা
'জি স্টুডিওজ' ও 'ভানুশালি স্টুডিওজ লিমিটেড' নিবেদিত, সুপর্ণ এস বর্মার কোর্টরুম ড্রামার পরিচালক অপূর্ব সিংহ কারকি। 'বন্দা'র প্রযোজনার দায়িত্বে বিনোদ ভানুশালি, কমলেশ ভানুশালি ও বিশাল গুরনানি, সহ প্রযোজনা করছেন জুহি পারেখ মেহতা।