ট্রেন্ডিং

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি, মাসে ৪০ লক্ষ খোরপোশ চান এই তারকা অভিনেতার স্ত্রী

‘Hera Pheri 3’ নিয়ে আইনি লড়াই শুরু, ২৫ কোটি চেয়ে পরেশকে নোটিস অক্ষয়ের, ৭ দিনের আল্টিমেটামও

বড়পর্দায় সাহিত্যের গল্প, সঙ্গে ভৌতিক ছোঁয়া! 'ভূতপূর্ব'-তে থাকছে কী কী চমক?

এপিজে আবদুল কালামের জীবন এবার বড়পর্দায়, নামভূমিকায় থাকছেন ধনুশ

'দেশের সম্মানের আগে টাকা নয়..', তুরস্ক সফর বাতিল করে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
পর্দায় তিনি 'হ্যালো স্যার..', এবার থিয়েটারের মঞ্চে মুখ্যচরিত্রে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক!
‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিংহর বডি ডাবল হয়েছিলেন, নিজেই জানালেন এই অভিনেতা
এর আগে পদ্মাবত সিনেমায় রণবীরের বডি ডাবলের ভূমিকার কথা জানালেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, ‘পদ্মাবত’-এর দুটি দৃশ্যে রণবীরের জায়গায় অভিনয় করেছিলেন। এটাই বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়।
Continues below advertisement

মুম্বই: জাভেদ জাফরির ছেলে মীজান ‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিংহর অনুপস্থিতিতে তাঁর কিছু দৃশ্যে শ্যুটিং করেছিলেন। মীজান সঞ্জয়লীলা বনশালীর আগামী সিনেমা ‘মলাল’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। এর আগে পদ্মাবত সিনেমায় রণবীরের বডি ডাবলের ভূমিকার কথা জানালেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, ‘পদ্মাবত’-এর দুটি দৃশ্যে রণবীরের জায়গায় অভিনয় করেছিলেন। এটাই বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়।
মীজান বলেছেন, ‘পদ্মাবত সিনেমায় আমি সঞ্জয় স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। একদিন তিনি বলছিলেন যে, কোনও একটা ব্র্যান্ডের কাজের জন্য রণবীর অনুপস্থিত থাকবেন। এতে কিছু দৃশ্যের শ্যুটিংয়ে সমস্যা দেখা দেবে। সঞ্জয় স্যার বললেন, আমরা তো একটা করতে পারে, আমি চমকে যাই, আমার দিকে মুখ ফিরিয়ে বলেন, আমাকে এটা করতে হবে। সেটে পরের দিন আমাকে রণবীরের হাঁটাচলা ও সংলাপ মুখস্থ করে আমাকে আসতে বললেন’।
মীজান জানিয়েছেন, ‘পদ্মাবত’-এ দুটি দৃশ্যে রণবীরের জায়গায় রয়েছেন তিনি।
মীজান এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা হওয়াটা তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল না। কিন্তু সঞ্জয় স্যার শুধু আমাকে এই স্বপ্নই দেখাননি, আমার ওপর ভরসাও করেছেন এবং আমাকে লঞ্চ করার স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে