‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিংহর বডি ডাবল হয়েছিলেন, নিজেই জানালেন এই অভিনেতা

এর আগে পদ্মাবত সিনেমায় রণবীরের বডি ডাবলের ভূমিকার কথা জানালেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, ‘পদ্মাবত’-এর দুটি দৃশ্যে রণবীরের জায়গায় অভিনয় করেছিলেন। এটাই বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়।

Continues below advertisement
মুম্বই: জাভেদ জাফরির ছেলে মীজান ‘পদ্মাবত’ সিনেমায় রণবীর সিংহর অনুপস্থিতিতে তাঁর কিছু দৃশ্যে শ্যুটিং করেছিলেন। মীজান সঞ্জয়লীলা বনশালীর আগামী সিনেমা ‘মলাল’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। এর আগে পদ্মাবত সিনেমায় রণবীরের বডি ডাবলের ভূমিকার কথা জানালেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, ‘পদ্মাবত’-এর দুটি দৃশ্যে রণবীরের জায়গায় অভিনয় করেছিলেন। এটাই বড় পর্দায় তাঁর প্রথম অভিনয়। মীজান বলেছেন, ‘পদ্মাবত সিনেমায় আমি সঞ্জয় স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। একদিন তিনি বলছিলেন যে, কোনও একটা ব্র্যান্ডের কাজের জন্য রণবীর অনুপস্থিত থাকবেন। এতে কিছু দৃশ্যের শ্যুটিংয়ে সমস্যা দেখা দেবে। সঞ্জয় স্যার বললেন, আমরা তো একটা করতে পারে, আমি চমকে যাই, আমার দিকে মুখ ফিরিয়ে বলেন, আমাকে এটা করতে হবে। সেটে পরের দিন আমাকে রণবীরের হাঁটাচলা ও সংলাপ মুখস্থ করে আমাকে আসতে বললেন’। মীজান জানিয়েছেন, ‘পদ্মাবত’-এ দুটি দৃশ্যে রণবীরের জায়গায় রয়েছেন তিনি। মীজান এক বিবৃতিতে বলেছেন, অভিনেতা হওয়াটা তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল না। কিন্তু সঞ্জয় স্যার শুধু আমাকে এই স্বপ্নই দেখাননি, আমার ওপর ভরসাও করেছেন এবং আমাকে লঞ্চ করার স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন।
Continues below advertisement
Sponsored Links by Taboola