মুম্বইয়ে প্রয়াত মিঠুন চক্রবর্তীর বাবা, বেঙ্গালুরুতে অভিনেতা, লকডাউনের বিধি মেনে গেলেন না শেষকৃত্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2020 04:44 PM (IST)
বসন্তকুমার চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
কলকাতা: প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃক্কনালীর সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন। মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন। লকডাউন শুরুর আগে শ্যুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। লকডাউন শুরু হতে সেখানেই আটকে পড়েন। লকডাউনের বিধি মেনে বাবার শেষকৃত্যে আসেননি তিনি। তাঁর বড় ছেলে মিমো সম্পন্ন করেন অন্ত্যেষ্টি প্রক্রিয়া। বসন্তকুমার চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।