ত্রাণের দাবিতে অবরোধ, রণক্ষেত্র বাদুড়িয়া, বিক্ষোভকারীদের মারে মাথা ফাটল ওসি-র, লাঠিচার্জ পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2020 02:14 PM (IST)
বিক্ষোভকারীদের মারে মাথা ফাটল ওসি-র। ত্রাণের দাবিতে অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার তারাগুনিয়া দাসপাড়া এলাকা। আহত আরও ৩ পুলিশ কর্মী।
উত্তর ২৪ পরগনা: বিক্ষোভকারীদের মারে মাথা ফাটল ওসি-র। ত্রাণের দাবিতে অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার তারাগুনিয়া দাসপাড়া এলাকা। আহত আরও ৩ পুলিশ কর্মী। গ্রেফতার ২১। লকডাউনের জেরে বন্ধ রুজি-রোজগার। ত্রাণের দাবিতে এদিন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধ তুলতে আসায়, পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে জখম হন বাদুড়িয়া থানার ওসি সহ ৪ পুলিশ কর্মী। এসডিপিও-র নেতৃত্বে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। বাদুড়িয়া থানার ওসিকে বসিরহাটে আনা হল।