ট্রেন্ডিং

গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ! বঙ্গবন্ধুর অটোবায়োগ্রাফিতে হাসিনার ভূমিকায় করেছিলেন অভিনয়..

'নরকে যেতেও রাজি, তবু পাকিস্তানে নয় !', ফের বিস্ফোরক মন্তব্য জাভেদ আখতারের

পাকিস্তানের বিরুদ্ধে কেন মুখ খুলছেন না বলি-তারকারা ? 'গদর' ছবির পরিচালক ফাঁস করলেন রহস্য

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে প্রভাত রায়, হয়েছে অস্ত্রোপচারও! এখন কেমন আছেন?

ভেঙে গেল 'হেরা-ফেরি'-র ত্রয়ীর জুটি, হঠাৎ ছবি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!
মঞ্চে উঠে সলমন রুশদির ওপর হামলা, হাদি মাতারকে সাজা শোনাল আদালত
দেবের এমপি অফিস এখন আইসোলেশন ক্যাম্প, সময় এসেছে বেশিরভাগ দলীয় কার্যালয়কে মানুষের কাজে লাগানোর, আর্জি দেবের
দেবের মেদিনীপুরের সংসদীয় অফিস এখন কোভিড-আইসোলেশন সেন্টার। তারই ভিডিও এবিপি আনন্দে।
Continues below advertisement

কলকাতা: কখনও তিনি হাত বাড়িয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় বিধ্বস্তদের সাহায্যার্থে, কখনও তিনি দায়িত্ব নিয়ে ফিরিয়ে এনেছেন লকডাউনে বাইরে আটকে পড়া বঙ্গবাসীদের। বিভিন্ন সময় অসুবিধেয় পড়া মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। করোনা পরিস্থিতিতে এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করলেন তিনি। করোনা রোগীদের জন্য পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিজের সংসদীয় কার্যালয়কেই আইসোলেশন ক্যাম্প করলেন দেব। ইতিমধ্যে বেড এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। দেখুন সেই ছবি।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা যাঁদের বাড়িতে আইসোলেশনের জায়গা নেই এখানে তাঁদের জন্য বেশ কয়েকটি বেডের ব্যবস্থা করা হয়েছে। সোমবার দেব ট্যুইট করেন, 'আমি আমার ডেবরার অফিসকে আইসোলেশন ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিলাম। যাতে এটি মানুষের কাজে লাগে। কিন্তু মানুষ এতে উপকৃত হবেন, আশা করি।...আমার মনে হয়, এটাই সঠিক সময়, যখন বেশিরভাগ পার্টি অফিসকে মানুষের ব্যবহারে লাগানো দরকার।'
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে