এক ডিজিটাল অনুষ্ঠানে জয়শঙ্কর চিনের প্রতিপত্তি, ভারতের ওপর তার প্রভাব, দুদেশের সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন। পূর্ব লাদাখে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা ও ৪ মাস ধরে চলা সীমান্ত বিবাদ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই বিবাদের প্রভাব বাণিজ্য থেকে বিনিয়োগ সব ক্ষেত্রে পড়েছে। বিদেশমন্ত্রী বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও চিনের উন্নতির সঙ্গে পরিচিত। ভারত চিনের প্রতিবেশী। আর প্রতিবেশী দেশের ওপর এই উন্নয়নের সরাসরি প্রভাব পড়ে।
বিদেশমন্ত্রী বলেছেন, ভারতও উন্নয়ন করছে তবে তাদের বৃদ্ধির গতি চিনের মত নয়। কিন্তু যদি গত ৩০ বছরের হিসেব দেখেন, তবে বুঝবেন, ভারতের উন্নতি এক আন্তর্জাতিক ইতিহাসের অঙ্গ। যদি আপনার কাছে দুটি দেশ, দুটি সমাজ, যাদের জনসংখ্যা শত শত কোটি, প্রাচীন ইতিহাস, সংস্কৃতি থাকে, তবে তাদের মধ্যে বোঝাপড়া বা ঐকমত্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।