নয়াদিল্লি: তুলতে গিয়েছিলেন পছন্দের তারকার সঙ্গে একটা সেলফি (Selfie)। কিন্তু ছবি তোলা তো হলই না, উল্টে ফিরলেন একটি চড় (slapped) খেয়ে। শুনে অবাক হচ্ছেন? ভাবছেন কোন তারকার ক্ষেত্রে ঘটল এমন কাণ্ড? সেই অভিনেতার নাম নানা পটেকর (Nana Patekar)। ভাইরাল হওয়া ভিডিও দেখে চোখ কপালে সকলের। 


সেলফি তুলতে চেয়ে বিপত্তি! চড় খেয়ে ফিরলেন অনুরাগী


কয়েক বছর আগে যখন দেশজুড়ে উঠেছিল 'মি টু' ঝড়, তখন গুরুতর অভিযোগ ওঠে বলিউডের তারকা অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির হাত ধরে ফিরেছেন বড়পর্দায়। কিন্তু আবারও তিনি শিরোনামে, বিতর্কে জড়িয়েই। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্যুটিংয়ের মাঝে এক অনুরাগী এসেছেন অভিনেতার সঙ্গে সেলফি তুলতে। কিন্তু তাতে বেজায় বিরক্ত অভিনেতা, দিলেন অনুরাগীর মাথার পিছনে এক সপাট চড়। ১০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, পরিচালক অনিল শর্মার ছবি 'জার্নি'র শ্যুটিং সারছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে সেই পোস্ট করেছিলেন অভিনেতা। 


মাথায় 'কাউবয়' একটা হ্যাট আর গায়ে জ্যাকেট। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বারাণসীর দশাশ্বমেধ ঘাটে শ্যুটিং সারছিলেন, সেই সময়ই ভিড়ে দাঁড়িয়ে থাকা এক অনুরাগী বেশি কাছে চলে আসেন অভিনেতার। এমন কীর্তি একেবারেই বরদাস্ত করতে চাননি অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, 'ফিল্ম শ্যুটিংয়ের মাঝে সেলফি নিতে পৌঁছলে ফ্যানকে থাপ্পড় মারলেন নানা পটেকর। এ কেমন অহঙ্কার যা শুধু গরিবদের ওপরই বের হয়? লজ্জাজনক ঘটনা।' ভিডিওয় পরিষ্কার দেখা যাচ্ছে ওই অনুরাগীকে মাথার পিছনে থাপ্পড় দিয়ে সেই স্থান থেকে সরিয়ে দিলেন অভিনেতা। তারপর টিমের বাকি লোকজন ভিড় সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। 


 






এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা ও কটাক্ষের ঝড়। আবার অনেকেই ৭২ বছর বয়সী অভিনেতার পক্ষেও কথা বলেছেন। অভিনেতার পক্ষে দাঁড়িয়ে নেটিজেনদের একাংশের মত, ওই ব্যক্তি মাঝখানে ঢুকে সেট, ক্রিউ ও অভিনেতাকে কাজের মাঝে বিরক্তই করেছিলেন, ফলে তাঁর রেগে যাওয়া স্বাভাবিক। 


আরও পড়ুন: Kunal Ghosh In Web Series : ওয়েব সিরিজে কুণাল ঘোষ !মাও নেত্রীর ভূমিকায় সোহিনী


কাজের ক্ষেত্রে সম্প্রতি নানা পটেকরকে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেলের চরিত্রে দেখা যায়। এছাড়া প্রকাশ ঝায়ের পরিচালনায় 'লাল বত্তি' নামক রাজনৈতিক থ্রিলারের হাত ধরে ওটিটিতে ডেবিউ করতে চলেছেন নানা পটেকর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial