Jobs And Recruitments: কেন্দ্রের স্বাস্থ্য দফতরে রয়েছে চাকরির সুযোগ। হেলথ সার্ভিসের ডিরেক্টরেট জেনারেল (Directorate General of Health Services) গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) আওতায় এই নিয়োগ হবে। গত ১০ নভেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। DGHS অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে hlldghs.cbtexam.in - এখানে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৪৮৭টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। 


আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তারিখ


  • অনলাইন ফি পেমেন্টের শেষ দিন- ৩০ নভেম্বর

  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের সম্ভাব্য দিন- ডিসেম্বরের প্রথম সপ্তাহ

  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষার দিন- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ

  • মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য দিন- ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে


কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন হবে। প্রার্থীর বাছাই প্রক্রিয়া শেষ হলে সফল যাঁরা হয়েছেন তাঁদের থেকে প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট সংগ্রহ করে তার ভেরিফিকেশন করা হবে। আবেদনকারীদের ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। অনলাইনের মাধ্যমে এই টাকা জমা দেওয়া যাবে। আবেদনকারীরা BHIM UPI, নেট ব্যাঙ্কিং করতে পারবেন ভিসা,মাস্টার কার্ড, Maestro, RuPay ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। 


দশম শ্রেণি উত্তীর্ণ হলেই ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে চাকরির সুযোগ



ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organization) অর্থাৎ ইসরোর (ISRO) বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (Vikram Sarabhai Space Center) রয়েছে চাকরির সুযোগ। লাইট ভেহিকেল ড্রাইভার-এ (Light Vehicle Driver) এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ (Heavy Vehicle Driver) এই দুই পদে নিয়োগের কথা জানিয়েছে ইসরো। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ নভেম্বর অর্থাৎ আজ। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। মোট ১৮টি শূন্যপদ রয়েছে। লাইট ভেহিকেল ড্রাইভার-এ এবং হেভি ভেহিকেল ড্রাইভার-এ, এই দুই পদের প্রতিটির জন্য ৯টি করে শূন্যপদ রয়েছে। 

 



ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial




Education Loan Information:

Calculate Education Loan EMI