মুম্বই: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রী পায়েল ঘোষের। প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যুইট করে ব্যবস্থা নেওয়ার আর্জি বঙ্গ তনয়ার। অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি অনুরাগের।


পড়ুন: "অ্যাডাল্ট ফিল্ম চালিয়ে নোংরাভাবে আমার শরীর ছুঁতে থাকে...", অনুরাগের বিরুদ্ধে বিস্ফোরক পায়েল ঘোষ


সম্প্রতি, একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পায়েল অভিযোগ করেন, নিজের বাড়িতে ডেকে অনুরাগ তাঁর শ্লীলতাহানি করেন। পায়েল বলেন, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি ব্যবস্থা নিতে এবং এই মানুষটার মধ্যে যে শয়তান লুকিয়ে আছে, তাকে দেশবাসীর সামনে প্রকাশ করতে।





পায়েল জানিয়েছেন, এই মর্মে মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর ক্ষতি হতে পারে আশঙ্কা করে, তিনি পুলিশ ও মহারাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।





পায়েলকে বিষয়টি জানাতে বলল জাতীয় মহিলা কমিশন। হিন্দি, পঞ্জাবি ও তেলুগু ছবি ছাড়াও বেশ কয়েকটি টিভি সিরিয়ালে কাজ করেছেন পায়েল।


যদিও, অভিনেত্রীর তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেন অনুরাগ কাশ্যপ। হিন্দিতে লেখা ট্যুইটে তিনি জবাব দিতে গিয়ে দাবি করেন, আমাকে চুপ করানোর চেষ্টা। তিনি লেখেন, বাহ! আমাকে চুপ করাতে এতটা সময় লেগে গেল! তুমি মিথ্যে বলার এত চেষ্টা করছ। একজন মহিলা হয়ে অন্য মহিলাদের টেনে আনছ। কিছুটা সম্ভ্রম রাখো ম্যাডাম! আমি শুধু বলব, সব অভিযোগ ভিত্তিহীন।









কাশ্যপ আরও লেখেন, আমাকে অভিযুক্ত করার চেষ্টায় তুমি বচ্চন পরিবারকেও টেনে এনেছ। আমার সহকর্মী শিল্পীদেরকেও। কিন্তু তুমি ব্যর্থ। আমি দুবার বিয়ে করেছি। সেটা যদি অপরাধ হয়, তাহলে আমি স্বীকার করছি। আমি এ-ও স্বীকার করছি আমি প্রচুর ভালবেসেছি। তা সে আমারপ প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, আমার অন্যান্য প্রেমিকা বা যে কোনও মহিলা যাঁদের সঙ্গে আমি কাজ করেছি।





এদিকে, পায়েলের অভিযোগ প্রকাশ্যে আসতেই অনুরাগের গ্রেফতারির দাবিতে ট্যুইটারে হ্যাশ ট্যাগ বানিয়ে পোস্ট করেছেন কঙ্গনা রানাউত।