আবু ধাবি: জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দিল তারা। আর দলের জয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন অম্বাতি রায়ডু। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মুম্বই তুলেছিল ১৬২/৯। রান তাড়া করতে নেমে রায়ডু করলেন ৪৮ বলে ৭১ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ১৪৭.৯ স্ট্রাইক রেট রেখে মুম্বই বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করে দলের জয়ের ভিত তৈরি করে দেন রায়ডুই।


পাশাপাশি শনিবার দুরন্ত ফিল্ডিংয়ে নজর কেড়ে নিলেন ফাফ ডুপ্লেসি। তিনটি ক্যাচ নেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। মুম্বই ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলেই রবীন্দ্র জাডেজাকে লং অন গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন সৌরভ তিওয়ারি। বাউন্ডারি লাইনের কাছে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফিয়ে বলটিকে মাঠের ভিতরের দিকে ঠেলে দেন ডুপ্লেসি। তারপর চকিতে সীমানার ভিতরে ঢুকে বল তালুবন্দি করেন। একই ওভারের পঞ্চম বলে ফের ফিল্ডার ফাফের কামাল। জাডেজার বল লং অফের ওপর দিয়ে গ্য়ালারিতে ওড়াতে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। শূন্যে শরীর ছুড়ে ক্যাচ নিয়ে নেন ডুপ্লেসি। ওই  ওভারে ৫ রান তুলতে ২ উইকেট হারায় মুম্বই। স্কোর ১২১/৩ থেকে ১২৬/৫ হয়ে যায়। সেই ধাক্কা কাটিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত মাত্র ১৬২ রানেই আটকে যায় মুম্বইয়ের ইনিংস।



৭১ রান করে রায়ডু অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। বোলারদের মধ্যে সেরা লুঙ্গি এনগিডি। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চেন্নাইয়ের পেসার। তাঁর দখলে পার্পল ক্যাপ। ম্যাচের সেরা হয়েছেন স্যাম কারান। ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চাপের মুখে মাত্র ৬ বলে ১৮ রান করেন তিনি। ম্যাচে সবচেয়ে মূল্যবান প্লেয়ারের স্বীকৃতি পেয়েছেন স্যাম।