কলকাতা: শ্যুটিং করতে গিয়ে বিপত্তি। গুরুতর আহত হলেন প্রবীণ অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee)। ক্ষতস্থানে স্টিচ করতে হয়েছে তাঁর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সিনেমার শ্যুটিংয়ে বিপদ। ঠিক কী ঘটে?


সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিংয়ে আহত ফাল্গুনী চট্টোপাধ্যায়


ভেঙে পড়ল শ্যুটিংয়ের সেট। সেই থেকে কাচের টুকরো বিঁধে আহত হলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। গায়ে এবং পায়ের ক্ষতস্থানে স্টিচ হয়েছে তাঁর। হাসপাতালে চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির প্রথম দিনের শ্যুটিংয়ে এই ঘটনা ঘটে সোমবার।


একদিকে 'পদাতিক' ছবির প্রচার, অন্যদিকে 'টেক্কা'র পোস্ট- প্রোডাকশনের কাজে ব্যস্ত বাংলার তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তারই মধ্যে তিনি শুরু করেছেন তাঁর নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিং। কিছু দিন আগেই এই ছবির ১৩ জন কাস্টের ফাইনাল নাম ঘোষণা করা হয়। কে কে রয়েছেন সেই তালিকায়? রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee), রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় (Rahul Banerjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)। 


ছবিতে সৌরসেনীর উপস্থিতির কথা আগেই জানিয়েছিলেন সৃজিত। কাস্টিং প্রকাশ্যে আসতে দেখা গেল, সত্যিই রয়েছেন সৌরসেনী। এই ছবির প্রথম ঘোষণার কাস্টিংয়ের তালিকায় নাম ছিল, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋদ্ধি সেন (Riddhi Sen), সত্যম ভট্টাচার্যের (Satyam Bhattacharya)। প্রযোজনা সংস্থার তরফ থেকে নাম ঘোষণা না করা হলেও, শোনা যাচ্ছিল এই ছবিতে থাকতে পারেন আদৃত রায় (Adrit Roy)-ও। তবে সম্ভবত তিনিও নেই এই ছবিতে। সৃজিত চূড়ান্ত কাস্টিংয়ের যে ছবি পোস্ট করেছেন, সেখানে ছিলেন না আদৃত।


আরও পড়ুন: 'Kalki 2898 AD' Trailer Out: ভারতীয় পুরাণ ও কল্পবিজ্ঞানের মিশেল, দর্শকদের মোহিত করল অমিতাভ-প্রভাস-দীপিকার 'কল্কি ২৮৯৮ এডি' ট্রেলার?


সোমবারই শুরু হয় ছবির শ্যুটিং। তবে প্রথম দিনেই বিপদ ঘটল সেটে। যদিও সাংঘাতিক বিপত্তির সম্মুখীন কাউকে হতে হয়নি আর। আপাতত ফাল্গুনী চট্টোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।