কলকাতা: রবিবার মন্ত্রিসভার শপথগ্রহণের দিনের ঘটনা। ভিডিও দেখে চমকে উঠেছিলেন সকলে। সাংসদ দুর্গা দাস যখন শপথগ্রহণের পরে সই করছিলেন তখন দেখা যায় রাষ্ট্রপতি ভবনের অলিন্দ দিয়ে হেঁটে যাচ্ছে এক চারপেয়ে। তারপরেই সারা দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাল ভিডিও। একাধিক X হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই পোস্ট।


অনেক জায়গায় দাবি করা হয়- ওই চারপেয়ে প্রাণী আসলে চিতাবাঘ। রাষ্ট্রপতি ভবনে চিতাবাঘ কেন? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়াতে থাকে।  


 






কিন্তু আসলে সেই চারপেয়ে আসলে কোন প্রাণী? উত্তর দিয়েছে দিল্লি পুলিশ। ANI সূত্রের খবর, সোমবার দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, শপথ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের সময় যে প্রাণীটি দেখা গেছে তা একটি সাধারণ পোষা বিড়াল কোনও বন্য প্রাণী নয়।



রবিবার তৃতীয় মেয়াদের জন্য় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে তাঁর ৭১ জন মন্ত্রীও রাষ্ট্রপতি ভবনে শপথ নেন। ওই অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা একটি প্রাণীকে রাষ্ট্রপতি ভবনের অলিন্দে ঘোরাঘুরি করতে দেখেছেন। বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জল্পনা ভিডিওতে দেখা প্রাণীটি একটি চিতাবাঘ বা সেই ধরনের কোনও বন্যপ্রাণী। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে জল্পনা শুরু হয়েছিল। 


তার পরে, দিল্লি পুলিশ স্পষ্ট করে এই তথ্য ঠিক নয়। ক্যামেরাবন্দি প্রাণীটি একটি ঘরের বিড়াল। এই ধরনের গুজবে কান দিতে বা ছড়াতে বারণ করা হয়। 


আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় কোন দায়িত্বে শাহ? জয়শঙ্করের হাতে কোন মন্ত্রক? কে কোন দায়িত্বে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।