নয়াদিল্লি: ফের শিরোনামে সাঁতারু বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। জনপ্রিয় অভিনেতা আর মাধবনের (R Madhavan) ছেলে। ইতিমধ্যেই সাঁতারে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। ফের একবার দেশের নাম উজ্জ্বল করলেন বেদান্ত। এবার কোপেনহেগেনে অনুষ্ঠিত 'ড্যানিশ ওপেন'-এ (Danish Open Swimming 2022) জিতলেন রুপোর মেডেল।


দেশের গৌরব বেদান্ত মাধবন


ছেলের সাফল্যে গর্বিত বাবা আর মাধবন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন ছেলের 'উইনিং মোমেন্ট'। ছেলের রুপোর পদক জেতার মুহূর্তের ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, 'ভারতের জন্য রুপোর পদক জিতলেন বেদান্ত মাধবন কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেনে। স্যুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রদীপ স্যারকে অনেক ধন্যবাদ আপনাদের চেষ্টার জন্য। আমরা খুবই গর্বিত।'


 






সহকর্মীর ছেলের সাফল্য গর্বিত ফিল্ম দুনিয়াও। একাধিক তারকা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক আনন্দ এল. রাই, অভিনেত্রী শিল্পা শেট্টি শুভেচ্ছা জানিয়েছেন। আনন্দ লেখেন, 'ভীষণ গর্বিত বেদান্ত।' 


বেদান্তের পূর্ব সাফল্য


তবে এই প্রথমবার বেদান্ত দেশকে গর্বিত করছে যে এমনটা নয়। সাঁতারে এর আগেও সে পদক জিতেছে। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া '৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস'-এ ১৬ বছর বয়সী এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও।


এর আগে গত বছরের মার্চে 'লাটভিয়ান ওপেন সুইমিং চ্যাম্পিয়ন ইভেন্ট'-এ ব্রোঞ্জ জেতে বেদান্ত।


আরও পড়ুন: Lock Upp: ইন্ডাস্ট্রিতে তুষার কপূর আমার সবচেয়ে বড় সমর্থক: কঙ্গনা রানাউত