নয়াদিল্লি: ‘বোর্ডের পরীক্ষার ফল বেরোতে দেরি হবে না, নির্ধারিত সময়েই প্রকাশিত হবে সিবিএসই-র ফলাফল।’ এএনআইকে জানালেন সিবিএসই-র এক শীর্ষ কর্তা। জুলাই মাসের শেষেই সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার ফল বেরনোর সম্ভাবনা রয়েছে। এ বছর ৩৪ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা দিয়েছে। এই বছরেই সিবিএসই-তে দুটি সিমেস্টারে পরীক্ষা হয়েছে।
প্রথমে জানা গিয়েছিল সিবিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল বেরোতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে ৷ এর আগে ১০ জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা শোনা গেলেও সেই দিনক্ষণ আরও পিছোতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছিল ৷
উল্লেখ্য সিবিএসই-র ফলাফল প্রকাশের পরেই কলেজে ভর্তির প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কলেজে ভর্তির কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট ঘোষণা করেছে সরকার (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি: এদিন বিজ্ঞপ্তি জারি করে উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির হতে পারবেন না পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে। কেন্দ্রীয় অনলাইনের পথ থেকে সরে এসেছে রাজ্য। গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি ঘোষণা করল সরকার।
গত মাসে ১০ তারিখ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। আইসিএস এবং সিবিএসই- দ্বাদশের দ্বিতীয় দফার ফল এখনও প্রকাশ হয়নি। এ দিকে ভর্তিতে স্বচ্ছতা আনতে কেন্দ্রীয়ভাবে অনলাইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করেছিল রাজ্য। তৈরি হয়েছিল পোর্টালও। কিন্তু এই ঘোষণার এক মাসের মধ্যেই চলতি সপ্তাহে মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এ বছর হচ্ছে না কেন্দ্রীয় অনলাইনে ভর্তি। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য টাকা নেওয়া যাবে না। শুধুমাত্র ভর্তির ফি বাবদ টাকা নেওয়া যাবে। স্নাতকোত্তর স্তরে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ২০ শতাংশ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য।