নয়াদিল্লি: 'আশিকি' (Aashiqui) ছবির অভিনেতা রাহুল রায়কে (Rahul Roy) মনে আছে? সম্প্রতি তিনি সলমন খান (Salman Khan) সম্পর্কে এক বিশেষ তথ্য দিলেন। তিনি জানান ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়ে যখন প্রায় মাস দেড়েক হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর চিকিৎসার বিল ভরেন ভাইজান। ২০২০ সালে হওয়া ব্রেন স্ট্রোক থেকে সেরে উঠতে বিপুল সময় লাগে রাহুলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল রায়ের বোন প্রিয়ঙ্কা রায় (Priyanka Roy) বলেন সলমন খান একজন 'রত্ন' (gem)। 


রাহুলের হাসপাতালের বিল মিটিয়েছিলেন সলমন খান


২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। সেই সময় তিনি 'এল এ সি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল' ছবির শ্যুটিং করছিলেন। তাঁকে ওকহার্ড হসপিটালসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্ক ও হৃদপিণ্ডের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এরপর তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। 


সলমনের প্রশংসায় পঞ্চমুখ রাহুল রায়ের বোন


রাহুল রায়ের নিজের বোন প্রিয়ঙ্কা রায় এক সাক্ষাৎকারে বলেন, 'আমি সলমন (খান)কেও ধন্যবাদ দিতে চাই কারণ যা বিল বাকি ছিল, সবটা ফেব্রুয়ারি মাসে সলমন মিটিয়ে দেন।' তিনি এও জানেন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন 'এল এ সি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল' ছবির পরিচালক। তিনিও বিলের কিছু অংশ মিটিয়ে দেন বলে জানান প্রিয়ঙ্কা, যা রাহুলের বকেয়া পারিশ্রমিক ছিল ছবির। তবে তাও যথেষ্ট ছিল না। 'সলমন রাহুলকে ফোন করে জিজ্ঞেস করেন যে কোনওভাবে সাহায্য করতে পারেন কি না, এবং আক্ষরিক অর্থেই সাহায্য করেন এবং পুরো বিল এখন মিটিয়ে দেওয়া হয়েছে,' বলেন প্রিয়ঙ্কা। 


রাহুলের বোন আরও বলেন, 'সবচেয়ে ভাল লাগার যে এই ব্যাপারে সলমন খান কখনও মিডিয়ার সামনে কিচ্ছু বলেননি। একেই সত্যি মানুষের পাশে দাঁড়ানো বলে। আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই মানুষটা একটা রত্ন। মানে আমি তাঁকে জিজ্ঞেস করিনি, কিন্তু বলতেই পারতাম। কেউ ভিড়ের মধ্যে থেকে এসে হঠাৎ যদি জিজ্ঞেস করেন যে সত্যি তুমি বিপদে আছ কি না সেটাই অনেক বড় ব্যাপার। এই জন্যই তিনি তারকা। শুধু ক্যামেরার সামনেই নন, বাস্তব জীবনেও।' এরই সঙ্গে রাহুল বলেন, 'সলমন খান সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আমার জন্য তিনি অত্যন্ত ভাল একজন মানুষ।' প্রিয়ঙ্কা জানান যে তিনি তাঁর ভাইকে বলেছেন সুস্থ হয়ে উঠে সলমন খানের কাছে কাজের কথাও বলতে। 


আরও পড়ুন: 'Jawan': হিন্দি-তামিল-তেলুগু, তিন ভাষায় ছয়ের দশকের তিন রোম্যান্টিক গানে পা মেলালেন শাহরুখ


প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কানু বহেলের 'আগরা' ছবি, যেখানে অভিনয় করেছেন রাহুল রায়, তা কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। রাহুল রায়কে শেষ জি ফাইভের 'ক্যাবারে' ছবিতে দেখা গিয়েছিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial