নয়াদিল্লি: মেজাজটাই আসল রাজা, তা নেপথ্যে যে গানই চলুক না কেন! 'জওয়ান' প্রিভিউর (Jawan Prevue) শেষ দৃশ্যে মেট্রোর কামরায় শাহরুখ খানের (Shah Rukh Khan) নাচের দৃশ্যে বিভিন্ন ভাষার দর্শকের জন্য গান বাছা হয়েছে সুকৌশলে। হিন্দির জন্য রয়েছে 'বেকরার করকে হমে' (“Bekarar Karke...”), তামিল ভাষার জন্য বেছে নেওয়া হয়েছে 'পট্টু পড়বা' ("Pattu Padava") ও তেলুগু ভাষার জন্য বাছা হয়েছে 'ই মৌনম, ই বিডিয়ম' ("Ee Mounam, Ee Bidiyam") গান। নির্দিষ্ট ভাষার দর্শককে টানতে এই কৌশলই অবলম্বন করেছেন নির্মাতারা।
ভিন্ন ভাষার ক্ষেত্রে ভিন্ন গানের সুচিন্তিত ব্যবহার
'জওয়ান' প্রিভিউর হিন্দি সংস্করণের শেষ দৃশ্যে ব্যবহার করা হয়েছে ছয়ের দশকের জনপ্রিয় গান 'বেকরার করকে হমে...'। তবে তামিল ও তেলুগু ভাষায় যে গান দুটি ব্যবহার করা হয়েছে সেগুলিও ছয়ের দশকেরই। প্রত্যেকটি গানই সাদা ও কালো জমানার, সেই সময়ের জনপ্রিয় তারকাদের ওপর চিত্রিত, এবং অবশ্যই এই সকল গানের ব্যবহার দর্শককে স্মৃতির পথে নিয়ে গিয়েছে।
অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' প্যান ইন্ডিয়া ছবি। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় নাম অ্যাটলি। তাঁর ঝুলিতে রয়েছে 'থেরি' ও 'মার্সাল'-এর মতো বক্স অফিস হিট ছবি। এই ২ মিনিট ১২ সেকেন্ডের 'প্রিভিউ' ক্লিপ তামিল ও তেলুগুতে ডাব করে এই সপ্তাহের শুরুতে একসঙ্গেই মুক্তি পায় সোশ্যাল মিডিয়ায়। এই প্রিভিউর শেষ দৃশ্যে দেখা যায় যে মুণ্ডিত মস্তকে শাহরুখ খান ১৯৬২ সালের 'বিশ সাল বাদ' ছবির হেমন্ত মুখোপাধ্যায়ের রোম্যান্টিক গান 'বেকরার করকে হমে'র তালে পা মেলাচ্ছেন। বিশ্বজিৎ ও ওয়াহিদা রহমানের ওপর চিত্রিত এই গানে দেখা যায় নায়িকার মন জয় করতে তাঁর পিছু নিয়েছেন নায়ক, নেপথ্যে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য্য।
এই ছবির তামিল প্রিভিউয়ের শেষে শাহরুখকে দেখা যায় 'পট্টু পড়বা' গানে পা মেলাচ্ছেন। 'পট্টু পড়বা' মানে 'তোমার জন্য তাহলে গান ধরি?' এই গানটি ১৯৬১ সালের তামিল ছবি 'থেনিলাভু'র। এই গানে দেখা গিয়েছিল তামিল ছবির 'রোম্যান্টিক কিং' জেমিনি গণেশন ও বৈজয়ন্তীমালাকে। কণ্ঠ দিয়েছিলেন এ এম রাজা। হিন্দি গান 'বেকরার করকে হমে'র সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই গানের সুরেরও। সেখানেো দেখা যায় নায়িকার মনোযোগ টানার চেষ্টা করছেন নায়ক।
তেলুগু প্রিভিউর শেষ দৃশ্যে দেখা যায় শাহরুখ নাচছেন 'ই মৌনম, ই বিডিয়ম' গানের তালে যার অর্থ 'এই মৌনতা, এই বিনয়'। ১৯৬৪ সালে মুক্তি প্রাপ্ত 'ডক্টর চক্রবর্তী' ছবির এই গানে কণ্ঠ দিয়েছিলেন ঘণ্টশলা ও পি সুশীলা। পর্দায় দেখা গিয়েছিল তেলুগু তারকা আক্কিনেনি নাগেশ্বরা রাও ও কৃষ্ণা কুমারীকে। এই গানে 'মৌনতা' ও 'বিনয়'-এর মতো গুণের মাধ্যমে নায়ক ও নায়িকা একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করছিলেন।
প্রসঙ্গত, শাহরুখ খান ছাড়া 'জওয়ান' ছবিতে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার নয়নতারা ও তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন। সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার ও মুকেশ ছাবড়া। 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' প্রযোজনা সংস্থার ব্যানারে গৌরী খানের প্রযোজনায় ও গৌরব গুপ্তর সহ প্রযোজনার তৈরি হয়েছে 'জওয়ান'। নির্মাতাদের মতে এই ছবি সম্পূর্ণটাই অ্যাকশন থ্রিলারের ওপর নির্ভর করে তৈরি এক ব্যক্তির আবেগঘন যাত্রার গল্প বলবে যে সমাজের যা কিছু 'খারাপ' তা শুধরে দিতে হাজির হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন