নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির (Virat Kohli) বায়োপিকে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ তেলুগু সুপারস্টার (Telugu Star) রাম চরণের (Ram Charan)। রাম চরণ, এখন গ্লোবাল স্টারও বটে, সৌজন্যে তাঁর অভিনীত ছবি 'আর আর আর' (RRR)। বিশ্বের দরবারে এই ছবি ও তার গান 'নাটু নাটু' (Naatu Naatu) ভারতকে যেমন একাধিক সম্মান এনে দিয়েছে, তেমনই রাম চরণ, জুনিয়র এনটিআর (Jr NTR), এস এস রাজামৌলির (SS Rajamouli) নামও বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছে। বড়পর্দায় অজস্র ধরণের চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ, এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ভূমিকায় নিজেকে পর্দায় দেখার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। 


বিরাটের বায়োপিকে রাম চরণ?


সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম চরণকে জিজ্ঞেস করা হয় এমন কোনও চরিত্র যাতে অভিনয় করতে পছন্দ করবেন তিনি। উত্তরে অভিনেতা বলেন, 'ক্রীড়ার সঙ্গে জড়িত যে কোনও কিছু করতে চাই। অনেকদিনের ইচ্ছা। হয়তো একটা ক্রীড়াভিত্তিক ছবি।' এরপর তাঁকে বিরাটের নাম পরামর্শ করা হলে তিনি বলেন, 'দুর্দান্ত, বিরাট অত্যন্ত অনুপ্রেরণা দেন। আমি মনে করি, সুযোগ পেলে, এটা দুর্দান্ত ব্যাপার হবে, কারণ আমাকে অনেকটা ওরকমই দেখতে।'


প্রসঙ্গত, গতকালই ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে বিরাট কোহলিকে আপন মনে 'নাটু নাটু'র হুকস্টেপে মজতে দেখা যায়। 


 






এছাড়া, খোলসা না করলেও হলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন রাম চরণ। তিনি বলেন, 'এখনও জানি না। আমি ব্যাপারটা লস অ্যাঞ্জেলসেই রেখে দিতে চাই যেখানে কথা বলেছিলাম। এখনও কথাবার্তা চলছে। এখনই কিছু বলার সময় হয়নি। সবকিছুর একটা পদ্ধতি আছে। সেটা হতে দেওয়া ভাল। তাহলেই হবে। আমার মা বলেন নজর লাগতে দেওয়া উচিত নয়। সকলেই এমন এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান যেখানে প্রতিভার কদর করা হয়।'


আরও পড়ুন: Mrs Chatterjee Vs Norway: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি 'কল্পনার সৃষ্টি', দাবি নরওয়ের রাষ্ট্রদূতের, প্রতিক্রিয়া প্রযোজকের


অন্যদিকে, শুক্রবার একটি ছোট্ট ভিডিও শেয়ার করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে অমিত শাহকে সম্মান জানিয়ে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অভিনেতা চিরঞ্জীবী। পাশেই হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর ছেলে ও তারকা অভিনেতা রাম চরণ। এরপর তিন জনে একসঙ্গে ছবির জন্যও পোজ দেন।