নয়াদিল্লি: মাত্র কিছুদিনের অপেক্ষা। তারকা দম্পতি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) সন্তান রাহার প্রথম জন্মদিন (Raha First Birthday) আসতে চলেছে। ৬ নভেম্বর, একে পা দেবে খুদে রাহা। মেয়ের প্রথম জন্মদিনের জন্য কী প্ল্যান তারকা জুটির? পরিকল্পনার কথা নিজেই জানালেন রণবীর কপূর। 


রাহার জন্মদিনের পরিকল্পনা জানালেন রণবীর


২০২২ সালের ৬ নভেম্বর, মেয়ের জন্ম দেন আলিয়া ভট্ট। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং সারেন রণবীর কপূর। সেখানেই মেয়ের প্রথম জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন অভিনেতা। চলতি বছর ৬ নভেম্বর প্রথম জন্মদিন রাহার। জানা গেল সেদিন ছোট করেই পালন করা হবে খুদের জন্মদিন। 


রণবীর বলেন, 'রাহার ১ বছর বয়স হয়ে যাবে এবং আমরা বাড়িতেই ওর জন্য ছোট একটা বার্থডে পার্টির আয়োজন করেছি শুধু পরিবার ও ভাইবোনেদের নিয়ে। আমরা সবাই সেই দিনের অপেক্ষায় আছি।'


রাহা-জেহর প্রথম আলাপ


এদিনের ফ্যান-মিটে রণবীর জানান যেদিন জাহাঙ্গিরের সঙ্গে রাহার প্রথম দেখা হয় সেদিনের কথাও। রণবীর বলেন, 'তৈমুর ও জেহর বাড়িতে রাহা একবারই গিয়েছে। ওরাও আমাদের বাড়িতে এসেছে। কিন্তু রাহা এতটাই ছোট যে ও কাউকে মনে রাখতে পারে না এখনও। ১১ মাস বয়স। খুব কষ্টে এখন হয়তো আমাকে মনে রাখতে পারে এবং বলতেই হবে আমি ওর সবচেয়ে প্রিয়, মাম্মার (আলিয়া) থেকেও বেশি, সেটা আমার কাছে খুব আনন্দের।' প্রসঙ্গত জেহ ও তৈমুর করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দুই সন্তান। করিনা ও রণবীর তুতো ভাইবোন।


তৈমুরের সঙ্গে রণবীর নিজের প্রথম আলাপের কথা মনে করে বলেন, যখন ওকে প্রথম দেখেন তখন তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, 'কী মিষ্টি বাচ্চা'। এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন মেয়ে রাহার জন্য ইমেল লেখেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভট্ট। 


আরও পড়ুন: 'Ram Krishnaa' Exclusive: ২০০ পর্ব পার, একে অপরের উন্নতি দেখেছেন নন্দিনী-নীলাঙ্কুর, আড্ডায় ছোটপর্দার 'রাম কৃষ্ণা'


রণবীর ও আলিয়ার পাঁচ বছরের সম্পর্ক পরিণতি পায় ২০২২ সালের এপ্রিল মাসে। বিয়ে সারেন দুই তারকা। এর দুই মাস পর প্রেগনেন্সির কথা ঘোষণা করেন তাঁরা। এরপ গত নভেম্বরের ৬ তারিখ জন্ম নেয় রাহা। তবে পাপারাৎজিদের তাঁরা অনুরোধ করেছেন যে রাহার ছবি যেন না তোলা হয় বা কোথাও শেয়ার না করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial