নয়াদিল্লি: আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে রণবীর কপূরের (Ranbir Kapoor) আগামী ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' ('Tu Jhoothi Main Makkaar')। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন কলকাতা শহরেও। শোনা যাচ্ছিল, ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে অভিনয় করবেন রণবীর। তবে তেমন কোনও অফার তিনি পাননি বলেই জানিয়েছেন। এছাড়াও অভিনেতা কথা বলেন 'বয়কট বলিউড' (Boycott Bollywood) প্রসঙ্গেও।


'বয়কট বলিউড' প্রসঙ্গে রণবীর


সোশ্যাল মিডিয়ায় এখন খুব চল 'হ্যাশট্যাগ বয়কট বলিউড'-এর। তবে রণবীর কপূরের কথায় এটা সম্পূর্ণই 'ভিত্তিহীন'। সাংবাদিকদের রণবীর এই প্রসঙ্গে বলেন, 'যদি আমাকে জিজ্ঞেস করেন 'বয়কট বলিউড' প্রসঙ্গে, আমি সত্যিই মনে করি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। অতিমারী-পরবর্তী সময়ে অনেক নেতিবাচক জিনিস আছে। সিনেমা তো মনোরঞ্জনের জন্য তৈরি হয়, আমরা পৃথিবী উদ্ধার করতে আসিনি। ফলে দর্শক সিনেমা হলে আসেন দুশ্চিন্তা দূর করতে। বড়পর্দায় তাঁরা সিনেমা দেখতে আসেন ভাল সময় কাটাবেন বলে। আমি এই বয়কট ব্যাপারটাই বুঝি না।'


যদিও ঠিক কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য অভিনেতা করেন তা স্পষ্ট করেননি। খুব সম্প্রতি শাহরুখ খানের 'পাঠান' ছবিতে দীপিকা পাড়ুকোনের পোশাক বিতর্কে 'বয়কট বলিউড'-এর ডাক শোনা যায়। 


সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রণবীর?


রণবীর কপূরকে কি দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে? রণবীরের কথায়, 'দাদা তো জীবন্ত কিংবদন্তি, শুধু এখানেই নয়, গোটা বিশ্বজুড়ে। ওঁর বায়োপিক খুবই স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এই ছবির অফার দেওয়া হয়নি। জানি না ছবির নির্মাতারা এখনও চিত্রনাট্য লিখছেন কি না।'


তিনি আরও বলেন, '১১ বছর ধরে, আমি কিশোর কুমারের বায়োপিকের ওপর কাজ করছি, অনুরাগ বসুর লেখা গল্প। আশা করছি এটাই আমার আগামী বায়োপিক হবে।' 'পাঠান' ছবির সাফল্য সম্পর্কে রণবীর কপূর জানান, এর ফলে হিন্দিন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকটা লাভ হয়েছে। 


আরও পড়ুন: Bengali Web Series: মোবাইলে শ্যুটিং গোটা ওয়েব সিরিজের, অভিনয়ে অমৃতা-যুধাজিৎ


আর কলকাতা সম্পর্কে কী বললেন 'বরফি'? তাঁর কথায়, 'আমি 'বরফি' ছবির বিভিন্ন অংশ এখানে শ্যুট করেছি। কলকাতা গোটা ভারতের সেই গুটিকতক শহরের অন্যতম যা সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানের মানুষজন বাকিদের থেকে অনেকটা আলাদা। আমি খেতে ভালবাসি। সর্ষে মাছ খুব ভাল লেগেছে, সঙ্গে মিষ্টি দই। কলকাতা আমার পছন্দের শহরগুলির অন্যতম।'