মুম্বই: রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের রাজ্যবাসীর ব্যাপারে কোনও মাথাব্যথা ছিল না, যাবতীয় চিন্তা ছিল ছেলের ফিল্মি কেরিয়ার নিয়ে। ২৬/১১-র ভয়াবহ জঙ্গি হামলার সময়েও ছেলের ছবিতে কাজ পাওয়া নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন তিনি। সেই অভিযোগের জবাব দিয়েছেন রীতেশ দেশমুখ। তাঁর দাবি, তাঁর বাবা কখনও কোনও পরিচালক বা প্রযোজকের সঙ্গে তাঁর কাজ নিয়ে কথা বলেননি।

টুইটারে এক বিবৃতিতে রীতেশ মন্ত্রীর নাম না করে বলেছেন, একজন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা অধিকারের মধ্যে পড়ে। কিন্তু যিনি আর আত্মপক্ষসমর্থন করতে পারবেন না তাঁকে কাঠগড়ায় তোলা ঠিক না।

রীতেশ লিখেছেন, মাননীয় মন্ত্রী, এটা সত্যি, আমি তাজ ও ওবেরয় হোটেল গিয়েছিলাম কিন্তু আপনি যে দাবি করেছেন, যে তখন ওখানে গুলি-বোমা চলছিল, সেটা ঠিক নয়। এটা সত্যি যে আমি বাবার সঙ্গে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ছবিতে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে যে দাবি, সেটা ভুল। আমার বাবা আমাকে কাজ পাওয়ানোর জন্য কখনও কোনও পরিচালক বা প্রযোজকের সঙ্গে কথা বলেননি, আমি সে জন্য গর্বিত। যাঁর বিরুদ্ধে আপনার অভিযোগ তিনি আজ আর পৃথিবীতে নেই। ৭ বছর আগে হলে জবাব দিতে পারতেন।

দেখুন তাঁর বার্তা




পীযূষ গোয়েল অভিযোগ করেন, ২৬/১১-র সময় মুম্বইয়ের ওবেরয় হোটেলের ভেতরে বাইরে যখন গুলি চলছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাসরাও তখন এক ছবি প্রযোজককে ওই হোটেলে নিয়ে এসেছিলেন। তাঁর একমাত্র মাথাব্যথা ছিল ছেলের ফিল্মি কেরিয়ার নিয়ে। ২৬/১১ হামলার ঠিকমতো জবাব দিতে ব্যর্থ হওয়ায় সে সময়ের মনমোহন সিংহ সরকারকে ভীরুদের সরকার বলেও অভিহিত করেন তিনি। তাঁর কথায়, সেনাবাহিনীর সামর্থ্য ছিল ঠিকই কিন্তু সিদ্ধান্ত তো নেবে দেশের নেতৃত্ব। সেনা কর্মীরা অপেক্ষায় ছিলেন, কবে শত্রুদের মুখের মত জবাব দেবেন তাঁরা। কিন্তু তাঁদের সে ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি। কারণ সরকারে ছিল ভীরুরা।