ইন্দোর: বালাকোট এয়ার-স্ট্রাইকের ঘটনায় মেঘ-তত্ত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রিয়ঙ্কা গাঁধী। ইন্দোরে একটি রোড-শো থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদকের কটাক্ষ করে বলেন, মানুষকে গত পাঁচ বছরে কেবল বোকা বানিয়েছেন মোদি। তিনি মনে করেন মেঘলা আবহাওয়া থাকায় তিনি মানুষের রেডারে ধরা পড়বেন না।
গত শনিবার, একটি সাক্ষাৎকারে মোদি দাবি করেন, বালাকোট এয়ার স্ট্রাইকের দিন আকাশের অবস্থা ভাল ছিল না। অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছিলেন, এয়ার স্ট্রাইকের দিন বদলে দেওয়া হোক। মোদি বলেন, আমি তখন পরামর্শ দিই, মেঘের ফলে হয়ত আমাদের সুবিধা হবে। কারণ, মেঘের জন্য হয়ত পাকিস্তানি রেডারে ভারতীয় বিমান ধরা পড়বে না। যদিও, প্রধানমন্ত্রীর মেঘ-রেডার তত্ত্বের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে বিরোধীরা। অনেকে বিরোধী নেতা মোদির মন্তব্যকে ‘হাস্যকর ও ভুয়ো’ বলেও দাবি করেছেন।
কংগ্রেস নেত্রীর আরও দাবি, দুর্নীতিমুক্ত সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু, তাঁর আমলে ৩০ হাজার কোটি টাকার রাফাল কেলেঙ্কারি হয়েছে। প্রিয়ঙ্কা বলেন, মোদি এতবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞ যে তিনি একাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে ভারতে রাফাল এমন একটি সংস্থা তৈরি করবে যারা আগে কোনওদিন কোনও বিমান তৈরি করেনি। এর জন্য জমিও নির্ধারণ করে দিলেন। কিন্তু, আকাশে মেঘ থাকুক বা না থাকুক, বৃষ্টি হোকও বা রোদ-- মানুষের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে।
‘আপনি মানুষের রেডারে রয়েছেন’, মোদির মেঘ-তত্ত্বকে কটাক্ষ করে দাবি প্রিয়ঙ্কার
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2019 12:52 PM (IST)
প্রধানমন্ত্রীর মেঘ-রেডার তত্ত্বের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে বিরোধীরা। অনেকে বিরোধী নেতা মোদির মন্তব্যকে ‘হাস্যকর ও ভুয়ো’ বলেও দাবি করেছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -