নয়াদিল্লি: ৫৮-এ দাঁড়িয়ে দ্বিতীয়বার বিয়ে সারলেন অভিনেতা রণিত রায় (Ronit Roy Marriage)? এবার পাত্রী কে? তাঁর বিচ্ছেদই বা হল কবে? না না, চোখ কপালে তোলার প্রয়োজন নেই। কারণ ঘটা করে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেও এতে রয়েছে ট্যুইস্ট। নিজের বিয়ের বিংশ 'জন্মদিন' এভাবেই উদযাপন করলেন রণিত, পাশে ২০ বছর ধরে যাঁকে পেয়েছেন, এবারেও তিনিই, নীলম বসু রায় (Neelam Bose Roy)। বিবাহবার্ষিকীতে নতুন করে বিয়ের অনুষ্ঠান করলেন অভিনেতা। 


'দ্বিতীয়'বার বিয়ে সারলেন রণিত-নীলম


২০ বছরের বিবাহবার্ষিকীতে আবারও একে অপরের হাত শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি। অগ্নিসাক্ষী করে, মালাবদল করে নতুন করে বিয়ে সারলেন অভিনেতা রণিত বসু রায় ও তাঁর স্ত্রী নীলম বসু রায়। বিয়ের জন্মদিন পালন করতে গোয়ায় ফের বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি ভিডিও। 


যে ভিডিওগুলি রণিত রায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই ফের বিয়ের একের পর এক আচার পালন করছেন। উচ্ছ্বসিত নীলম একদিকে রণিতের মুখ দেখার যখন চেষ্টা করছেন তখন বাকিরা ফেটে পড়ছেন হাসিতে। আড্ডা, খুনসুটি, মজা, আনন্দে বিয়ের রীতি পালন। চুম্বনে আলিঙ্গনে ফের এক হলেন তাঁরা।


 






 






রণিত রায়কে সাদা শেরওয়ানি ও লাল ওড়নায় হ্যান্ডসাম দেখাচ্ছিল। অন্যদিকে নীলম সেজেছিলেন সাবেকি কনের সাজে। লাল লেহঙ্গায় নজর কাড়েন তিনি। প্রথম ভিডিও পোস্ট করে রণিত ক্যাপশনে লেখেন, 'আমাকে বিয়ে করবে? আবার?' পরের ভিডিও পোস্ট করে লেখেন, 'আমাদের প্রতিজ্ঞা পুনরায় নিচ্ছি: দ্বিতীয় ভাগ'। আগুন সাক্ষী করে তাতে খই ফেলতে দেখা গেল তাঁদের। 


 






আরও একটি ভিডিওয় দেখা গেল রণিত ও নীলম একে অপরের হাত শক্ত করে ধরে সাত পাকে ঘুরছেন। গুরুজনেদের থেকে আশীর্বাদ নিতেও দেখা গেল। পোজ দিলেন ছবির জন্য। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'দ্বিতীয়বার তো কী হয়েছে, হাজারবার বিয়ে তোমাকেই করব। শুভ ২০তম বিবাহবার্ষিকী, ভালবাসা।'


অনুরাগী থেকে তারকা, সকলের শুভেচ্ছাবার্তায় ভাসলেন রণিত-নীলম। ভাগ্যশ্রী লেখেন, 'ঈশ্বর তোমাদের মঙ্গল করুন'। অনেক অনুরাগীই ভালবাসা জানালেন। একজন লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী দাদা ও বৌদি, খুব সুন্দর লাগছ।'


আরও পড়ুন: Salman-Abhishek: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সলমনকে জড়িয়ে ধরলেন অভিষেক! গলছে বরফ?


বিবাহবার্ষিকীর আগেই অনুরাগীদের সারপ্রাইজ দিয়েছিলেন রণিত বিয়ের কথা বলে। ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটি মন্দিরের ছবি দিয়ে তাঁদের ইঙ্গিত দেন অভিনেতা, নিজের বিয়ের। তিনি লেখেন, 'আমাদের মন্দিরে প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। আজ আমি বিয়ে করছি। হয়তো আমি লাইভ করব যাতে আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ গ্রহণ করতে পারি।'


রণিত ও নীলম প্রায় তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে সারেন ২০০৩ সালে। তাঁদের দুই সন্তান আছে, মেয়ে আদর ও ছেলে অগস্ত্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।