নয়াদিল্লি: স্ত্রী-র জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, চেনা মেজাজে কৌতুক রস মিশিয়ে শুভেচ্ছা জানাতেন। বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) ইনস্টাগ্রাম খুললে এখনও জ্বলজ্বল করছে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা-সহ একটি পোস্ট। যেখানে ভারতীয় ক্রিকেটার মজা করে লিখেছেন, 'প্রেম অন্ধ। তবে বিয়ে চোখ খুলে দেয়। আরতি, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।'
২১ বছরের সেই সংসার কি এবার ভাঙতে চলেছে? জোল জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ভারতের কিংবদন্তি ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। ২০০৪ সালে যে সংসার শুরু হয়েছিল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বীরু। আরতির সঙ্গে সেই সম্পর্কে কি এবার ইতি পড়তে চলেছে?
আপাতত সেটাই খবর। শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন সহবাগ ও আরতি। এমনিতেই আরতির ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট। তিনি নিজে বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করলে তাঁর সোশ্যাল মিডিয়া দেখার আর কোনও উপায় নেই। সহবাগের ইনস্টাগ্রামে এখন স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি রয়েছে। তবে সবই পুরনো।
সহবাগের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তাঁরা। বিচ্ছেদ নাকি শুধু সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, ক্রিকেট মাঠের কিংবদন্তি সহবাগের সঙ্গে আরতির সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই তলানিতে। তারই ফলে এবার বিচ্ছেদের পথে হাঁটতে পারেন দম্পতি।
আরও পড়ুন: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা
গত বছর দীপাবলির সময় সহবাগ তাঁর দুই পুত্র ও নিজের মায়ের সঙ্গে উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে ছবিতে বা ক্যাপশনে কোথাও ছিল না আরতির নাম। তাঁর নীরবতাই বিচ্ছেদ জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
আরতিও নয়াদিল্লির মেয়ে। লেডি ইরউইন সেকেন্ডারি স্কুল এবং ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনা করেছেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রি কলেজ থেকে। ২০০০ সাল থেকে সহবাগের সঙ্গে তাঁর প্রেম। ২০০৪ সালে সেই সম্পর্ক পরিণতি পায়। বীরু ও আরতির দুই পুত্রসন্তান আর্যবীর ও বেদান্ত।
আরও পড়ুন: বড় চোট পেলেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার, মাঠে ফিরে যা করলেন তাজ্জব সকলে