মুম্বই : রক্তচাপের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সায়রা বানুকে। শুধু তাই নয়, জানা যাচ্ছে আইসিইউতেও স্থানান্তরিত করতে হয়েছে প্রখ্যাত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী এবং বলিউড অভিনেত্রীকে। জানা যাচ্ছে, গত তিনদিন ধরেই রক্তচাপের সমস্যায় ভুগছিলেন সায়রা বানু। সমস্যা বাড়ায় তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তিও করতে হয়। কিন্তু রক্তচাপের সমস্যা না কমায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে সতন্ত্র নজর রেখেছেন।



প্রসঙ্গত, গত ৭ জুলাই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন দিলীপ কুমার। বয়স জনিত কারণে ৯৮ বছর বয়সে পরলোক গমন করেন অভিনেতা। দিলীপ কুমার এবং সায়রা বানুর ৫৪ বছরের বিবাহিত জীবন ছিল রূপকথার মতো। যা প্রজন্মভেদে এখনও উদ্বুদ্ধ করে। দিলীপ কুমারের অসুস্থতাকালে সায়রা বানুর অবদান অনস্বীকার্য ছিল। শয্যাশায়ী অবস্থায় দিলীপ কুমারের দেখাশোনা করা থেকে অনুরাগীদের অভিনেতার শারীরিক অবস্থার কথা জানানো, সবই যত্নের সঙ্গে করতেন তিনি।


দিলীপ কুমারের চলে যাওয়া কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না সায়রা বানু। অভিনেতার প্রয়াণের পর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, তাঁর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। আর হবে নাই বা কেন। সেই ১৯৬৬ সাল থেকে বিবাহিত জীবনে আবদ্ধ ছিলেন দুজনে। প্রায় ৫৪ বছরের সাংসারিক জীবনের যখন একজন চলে যান, তখন অন্যজনের মনের হাল কী হতে পারে, তা বোঝাই যায়। এই প্রজন্মের মানুষ তারকা জুটি বলতে যা বোঝে, বলিউডে সেই তারকা জুটির অন্যতম পথিকৃত ছিলেন দিলীপ কুমার এবং সায়রা বানু। দিলীপ কুমার কত বড় অভিনেতা বলার অপেক্ষা রাখে না। তবে, কম ছিলেন না সায়রা বানুও। ১৯৬৩ থেকে ১৯৭৭ পর্যন্ত এদেশের অন্যতম বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী ছিলেন তিনি। বর্তমানে রক্তচাপের সমস্যায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।