প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, শোকের আবহ বাংলার সিনেজগতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2020 09:40 PM (IST)
তীব্র শ্বাসকষ্টের জেরে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
NEXT
PREV
কলকাতা: প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। তীব্র শ্বাসকষ্টের জেরে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়ামের মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। এছাড়াও দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও ব্লাড সুগারের রোগী ৬৮ বছরের অভিনেতা। বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (বিস্তারিত একটু পরে)
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -