মুম্বই :  বহু মানুষের কাছেই তিনি আলোর দিশারী। কোভিডের সময় থেকে তাঁচ পরিচয় মসীহা ! সেই সোনু সুদের বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি। অভিনেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাঞ্জাবের একটি আদালত।  


সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ


সূত্রের খবর,  লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না একটি আর্থিক জালিয়াতির মামলা করেন । এই মামলায় অভিযোগ সরাসরি সোনু সুদের বিরুদ্ধে নয়। অভিযোগ, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ওই আইনজীবীকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে বলেন। সেই জালিয়াতি-মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি হাজির হননি। তারপর সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। লুধিয়ানার ওই আদালত মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার আধিকারিককে সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।   


আদালতের নির্দেশে কী বলা হয়েছে


আদালতের নির্দেশে বলা হয়েছে,   H.NO 605/606 ক্যাসাব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টের বাসিন্দা, সোনু সুদকে আদালত সমন করেছিল। কিন্তু তিনি উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন বা তিনি  হাজেরা এড়িয়ে গিয়েছেন। সেজন্য সোনু সুদকে গ্রেফতার করে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের আদেশে উল্লেখ, এই সোনুকে ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করতে হবে ও  আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে তার কারণও আদালতকে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি।  


সোনুর  প্রতিক্রিয়ার অপেক্ষা 


সোনু সুদ গ্রেফতার হতে পারেন, এই খবরে মন ভেঙেছে একাধিক অনুরাগীর। কারণ, কোভিড কাল থেকে সোনু সুদ মানেই গরিবের মসিহা। সে সময় একাধিক পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো থেকে বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসার ব্যবস্থা করা, সব ভাল কাজেই প্রথম সারিতে ছিলেন সোনু। পরবর্তীতেও একাধিক জনকল্যাণমূলক কাজে তাঁকে এগিয়ে আসতে দেখা যায়। সম্প্রতি   সোনু সুদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেন । রাজ্যের স্বাস্থ্যসেবার পরিকাঠামো আরও শক্ত করতে  চারটি অ্যাম্বুল্যান্স  তুলে দেন। অভিনেতার 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'ক্রমাগত জনসেবামূলক কাজ করার জন্য সাধুবাদ এসেছে। কিন্তু সেই সোনুর নাম এবার আর্থিক জালিয়াতি মামলায় জড়াতে মন খারাপ অনুরাগীদের। এই পরিস্থিতে অভিনেতা কী বার্তা দেন, সেটাই দেখার।