শুরু হচ্ছে ভালবাসার সপ্তাহ। পোশাকি নাম ভ্যালেন্টাইন'স উইক। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, প্রতিদিন একটি বিশেষ দিন। রয়েছে আলাদা আলাদা নামও। শুধু নামই নয়, এইসব বিশেষ দিনের আলাদা মাহাত্ম্যও রয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি হল 'রোজ ডে'। এই দিন অনেকেই প্রিয়জনকে গোলাপ উপহার দেন। বিশেষ মানুষ হলে লাল গোলাপ তো বটেই। এছাড়াও 'রোজ ডে'- র দিন চাহিদা থাকে সাদা এবং হলুদ গোলাপেরও। আজকাল অবশ্য নজরকাড়া বিভিন্ন গোলাপ আমাদের এখানেও পাওয়া যায়। তাই 'রোজ ডে'- এর দিন একগোছা কিনে শুধু মনের মানুষের কাছে পৌঁছে যাওয়ার অপেক্ষা।
এই 'গোলাপ দিবস'- এর পিছনে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী, অনেক ইতিহাস
গল্পের বই হোক কিংবা সিনেমার পর্দা, গোলাপ সবসময়েই ভালবাসা, প্রেমের প্রতীক। ফিল্মি কায়দায় গোলাপ হাতে হিরোর, হিরোইনকে প্রেমের প্রস্তাব দেওয়া হোক, গল্পের বইয়ে গোলাপের নেশা ধরানো বিবরণ কিংবা মনের মানুষের থেকে পাওয়া গোলাপ শুকিয়ে গেলেও বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা- সবেতেই জড়িয়ে রয়েছে সূক্ষ্ম প্রেমের অনুভূতি।
প্রাচীন সংস্কৃতিতে রোমের পুরাণে বলা হয় গোলাপ হল সৌন্দর্য্য, ভালবাসার প্রতীক। এর সঙ্গে যোগ রয়েছে ভালবাসার দেবী ভেনাসের। আবার প্রাচীন গ্রীসে Aphrodite - এই দেবতাকে বলা হয় গোলাপের দেবী। তিনিও সৌন্দর্য্যেরই প্রতীক।
পরবর্তীতে ভিক্টোরিয়ান যুগে (১৮৩৭-১৯০১) ফুলের আলাদাই মাহাত্ম্য ছিল। আর তা যদি হল লাল গোলাপ হয়, তাহলে তো কথাই নেই। লাল গোলাপ এই ভিক্টোরিয়ান যুগে ছিল গাঢ় প্রেমের প্রতীক। গোলাপের রং অনুসারে এই যুগ থেকেই শুরু হয়েছে আলাদা আলাদা অর্থ। যেমন সাদা গোলাপ শান্তির প্রতীক। হলুদ গোলাপ বন্ধুত্বের বন্ধনের প্রতীক।
একথা বিশ্বাস করা হয় প্রথম গোলাপের চাষ হয়েছিল চিনে। এশীয় সংস্কৃতিতেও মনে করা হয় গোলাপ ফুল হল ভাল, শুভ কিছুর বার্তাবাহক। ভালবাসার অন্যতম প্রতীক।
প্রিয়জনকে আজ গোলাপ দেবেন, কী বোঝাবেন তাঁকে
শুধু প্রেমিকই গোলাপের গোছা এনে উপহার দেবেন প্রেয়সীকে, সেই যুগ চলে গিয়েছে। তবুও একুশ শতকে দাঁড়িয়েও মহিলারা পুরুষদের থেকে লাল গোলাপ পেতে বড্ডই ভালোবাসেন। তাই আজ অন্তত বান্ধবী, প্রেমিকা, স্ত্রী- জীবনে যেই থাকুন না কেন, তাঁকে অন্তত একটা গোলাপ উপহার দিন। এমন নয় যে গোলাপ দিলেই বোঝানো হবে যে তাঁকে ভালবাসেন। তবে বিশেষ দিনে বিশেষ উপহার দেওয়াও মাঝে মাঝে জরুরি। তাই একটা লাল, একটা হলুদ আর একটা সাদা গোলাপ কিনুন। পারলে একটা গোলাপি রঙের গোলাপও। এই চার রঙের গোলাপ দিয়ে বুঝিয়ে দিন আপনার এবং সেই প্রিয়জনের সম্পর্ক প্রেম, বন্ধুত্ব, পবিত্রতা এবং উচ্ছ্বাসের (রং অনুসারে যথাক্রমে) উপরেই নির্ভরশীল।