কলকাতা: আরও সঙ্কটজনক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, ঠিকঠাক কাজ করছে না কিডনি। স্নায়ুর সাড়া দেওয়ার ক্ষমতা ক্রমশ কমছে। রাতে অবস্থার কোনও উন্নতি হয়নি। ইতিবাচক দিক বলতে ভেন্টিলেশনে দেওয়ার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, এক্ষেত্রে তা হয়নি বলে জানিয়েছেন চিকিত্সকরা।


বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বেড়েছে মস্তিষ্কের অসাড়তা। ফুসফুসেও নতুন করে সংক্রমণের আশঙ্কা চিকিৎসকদের।

শ্বাসপ্রশ্বাস যাতে স্বাভাবিক থাকে তাই, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন পদ্ধতির সাহায্য নেন চিকিত্‍সকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিষ্কের যে অংশ ফুসফুসের কাজ নিয়ন্ত্রণ করে, সেই অংশ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে সৌমিত্রবাবুর দমবদ্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে অন্যান্য সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন পদ্ধতি নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর ইউরিয়ার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। তাই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে, কিছুটা নিয়ন্ত্রণে প্লেটলেট কমার হার, ও অন্ত্রের রক্তক্ষরণ।