নয়াদিল্লি: জামাই ও ক্রিকেট তারকা কে এল রাহুলের (KL Rahul) জন্মদিনে তাঁকে প্রাণভরে আশীর্বাদ করলেন অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। চলতি বছরের জানুয়ারি মাসে কে এল রাহুলের সঙ্গে বিয়ে হয় সুনীল-কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty)। সেই বিয়ের সময়েরই একটি ছবি পোস্ট করে জামাইকে শুভেচ্ছা জানালেন শ্বশুর। 


কে এল রাহুলকে বিশেষ শুভেচ্ছা সুনীল শেট্টির


সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন 'হেরা ফেরি' অভিনেতা সুনীল শেট্টির মেয়ে অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুল। এদিন জামাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সুনীল লেখেন, 'তোমাকে আমাদের জীবনে পাওয়া আশীর্বাদের... জন্মদিনে খুব মজা করো বাবা।' ছবিতে দেখা যাচ্ছে কে এল রাহুলের কপালে টিপ পরিয়ে দিচ্ছেন সুনীল শেট্টি। আসলে বর বেশে কে এল রাহুল, জামাইকে বরণ করে নিচ্ছিলেন অভিনেতা। শ্বশুরের পোস্টে ভালবাসা জানিয়েছেন ক্রিকেটার। 


এই পোস্টে এক অনুরাগী কমেন্ট করেছেন, 'আমারও এরকমই শ্বশুর চাই।' অপর একজন লেখেন, 'রাহুল খুব সৌভাগ্যবান যে সুনীল স্যারের মতো শ্বশুর পেয়েছেন, এবং সুনীল স্যার আমার প্রিয় ছবি মোহরা।'


প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জানুয়ারি কে এল রাহুল ও আথিয়া শেট্টি সাত পাকে বাঁধা পড়েন সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউজে। পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। সুনীল শেট্টি মেয়ের বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 'আমি জানতাম যে আথিয়া আর কে এলের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। কে এল এমন এক জায়গার ছেলে যা আমার বাড়ির থেকে ৩ কিমি দূরে। ম্যাঙ্গালোরের ছেলে। এতো স্বর্গে তৈরি হওয়া জুটি।' 


 






কে এল রাহুল মাঠে খেলতে নামলে অনেক সময়েই সুনীল শেট্টি, তাঁর স্ত্রী মানা শেট্টি ও ছেলে অহন শেট্টিকে দেখা যায়। জামাই খেলতে নামলে শ্বশুর বেজায় টেনশনে থাকেন, এ কথাও স্বীকার করেছিলেন সুনীল। 'যখনই ও খেলে, আমার চিন্তা হয়। আমার সন্তান খেলছে। আমি সর্বদা ওর ভাল চাই।'


আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: মজার ভঙ্গিতে ঘোষণা সলমনের, অগ্রিম বুকিং শুরু 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির


সম্প্রতি সুনীল শেট্টি 'হান্টার টুটেগা নেহি তোড়েগা'র হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ করেন। সেখানে তাঁকে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যায় এষা দেওল, বরখা বিশত, কর্ণবীর শর্মা ও রাহুল দেবের সঙ্গে।