বেঙ্গালুরু: সোমবার, ১৭ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। ২২৭ রান তাড়া করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ৭৬ ও ফাফ ডুপ্লেসির ৬২ রানের ইনিংসে ভর করে দুরন্ত লড়াই চালায় আরসিবি। তবে মাত্র আট রানে পরাজিত হয় আরসিবি।

  


মহাতারকাদের আড্ডা


আরসিবি বনাম সিএসকে ম্যাচকে বরাবরই বিরাট কোহলি (Virat Kohli) বনাম মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) লড়াই বলে ধরা হয়। দুই দলের তারকার ছড়াছড়ি হলেও, এই দুই মহাতারকার দিকে সবসময়ই বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই বাড়তি নজর থাকে। অবশ্য গতকালের ম্যাচে দুই মহাতারকার কেউই বড় রান করতে পারেননি। ধোনি মাত্র এক বল খেলে এক রানে অপরাজিত থাকেন, আর বিরাটকে ছয় রানে সাজঘরে ফেরত পাঠান আকাশ সিংহ। তবে ম্যাচ শেষে এই দুই মহাতারকাই ফের একবার চর্চার শিরোনামে।


ম্যাচের পর বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠেই দাঁড়িয়ে খোশমেজাজে দীর্ঘক্ষণ গল্প করতে দেখা যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দুইজনকেই ভিডিওতে হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রসঙ্গত, ধোনি ও কোহলির মধ্যেকার সম্পর্ক বরাবরই মিষ্টিমধুর। কোহলি বারংবার ধোনির প্রতি নিজের শ্রদ্ধা, সম্মানের কথা জানিয়ে এসেছেন। মুশকিল সময়ে যে ধোনিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সে কথাও বলেছিলেন তিনি।


 






সোমবারের ম্যাচ শেষে এই গভীর আলোচনার ভিডিও, ফের একবার দুই মহাতারকার মধ্যের সম্পর্কের সমীকরণ সকলের সামনে তুলে ধরল। কোহলি নিজের সোশ্যাল মিডিয়াতেও ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। 


 






শাস্তি পেলেন বিরাট


সিএসকের বিরুদ্ধে ম্যাচে মেজাজ হারিয়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল বিরাট কােহলির (Virat Kohli)। ম্যাচ চলাকালীন আইপিএলের (IPL 2023) আচরণবিধি লঙ্ঘনের (Code Of Cunduct) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে কারণে ম্যাচ ফি-এর ১০% জরিমানা করা হয়েছে তাঁর। ধোনির দলের হয়ে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন শিবম দুবে। ২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে মহম্মদ সিরাজের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি অলরাউন্ডার। এরপর কোহলির সেলিব্রেশন নজর এড়ায়নি কারও। মুখ দিয়ে কিছু অশ্রাব্য শব্দও উচ্চারণ করতে দেখা যায় তাঁকে।


আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।'' বিরাট নিজের অপরাধ স্বীকার নিয়েছেন। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ''মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।''


আরও পড়ুন: বিরাটের ঘরের মাঠে 'ধোনি ধোনি' শব্দব্রহ্ম...কী বললেন অনুষ্কা?