Tech News: মামলার নিষ্পত্তি করতে এবার ব্যবহারকারীদের ৭২৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ফেসবুকের অভিভাবক কোম্পানি মেটা। ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের ডেটা শেয়ার করার অভিযোগ উঠেছিল এই টেক জায়ান্টের বিরুদ্ধে। যে কারণে এই বিপুল পরিমাণ টাকা ব্যবহারকারীদের দিতে রাজি হয়েছে কোম্পানি। ফাস্ট কোম্পানি ম্যাগাজিন জানিয়েছে, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে নিষ্পত্তির পরিমাণের একটি অংশ দাবি করতে পারেন।
Facebook Update: কীসের ভিত্তিতে এই মামলা ?
ব্যহারকারীদের অনুমতি না নিয়ে পরিচিত ও তাদের বন্ধুদের তথ্য অন্যদের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।ইতিমধ্যেই এই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সংস্থার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ফেসবুকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছে মামলাকারীরা। যেখানে বলা হয়েছে, ফেসবুক থার্ড পার্টির বিষয়ে ভালভাবে খবর না নিয়েই তাদের হাতে ব্যবহারকারীদের ডেটা তুলে দিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মেটা। পরে অবশ্য মামলা নিষ্পত্তির জন্য ৭২৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে কোম্পানি।
Meta Update: কারা এই টাকা দাবি করার যোগ্য ?
যোগ্য ব্যক্তিরা যদি ২৪ মে, ২০০৭ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে Facebook ব্যবহার করে থাকেন, তবে এই নিষ্পত্তির অর্থ দাবি করতে পারেন৷ এই ধরনের ব্যবহারকারীদের ২৫ অগাস্ট ২০২৩ এর মধ্যে এই দাবি করতে হবে। এর জন্য ব্যবহারকীরদের একটি অনলাইন দাবি ফর্ম পূরণ করতে হবে৷ তবে মনে রাখবেন , কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিরাই এই সুযোগ পাবেন৷
যে ব্যবহারকারীরা বর্তমানে একটি Facebook অ্যাকাউন্ট নেই কিন্তু উল্লেখিত তারিখের মধ্যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন, তাঁরাও এই টাকা দাবি করতে পারেন। দাবি ফর্ম ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত বিবরণে যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর, দেশ ও ইমেল ঠিকানা দিতে হবে।
এরমধ্যেই একটি টাকা লেনদেনের পদ্ধতিও বেছে নিতে হবে ব্যবহারকারীকে। যার মাধ্যমে অর্থ ট্রান্সফার করা হবে ইউজারের কাছে৷ ২০১৮ সালের এপ্রিলে Facebook জানিয়েছিল, তারা ৮৭ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ব্রিটিশ পলিটিক্যাল অ্যাডভাইজর কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে ভুল করে শেয়ার করে ফেলেছে। এই বিষয়ে ফেসবুকের তৎকালীন চিফ টেকনোলজি অফিসার মাইক শ্রোফফার নিজেই এই কথা জানিয়েছিলেন।