নয়াদিল্লি: ১০ ডিসেম্বর, ৪৩ পূর্ণ করলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jamwal)। নিজের জীবনের এই বিশেষ দিন একেবারে অন্যভাবে কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের সঙ্গে তাঁর জন্মদিন কাটানোর (Birthday Celebration) ছবিও দিলেন, যা বাকি তারকাদের থেকে একেবারেই আলাদা। জঙ্গলের মাঝে অন্যভাবে দিন কাটাচ্ছেন তিনি, একেবারে নিজের সঙ্গে। তবে ছবিতে যা নজর কেড়েছে সকলের, তা হল, অভিনেতা একেবারে নগ্ন অবস্থাতেই ছবি পোস্ট করেছেন। 


বিবস্ত্র বিদ্যুৎ জামওয়াল, প্রকৃতির কোলে কাটাচ্ছেন জন্মদিন


৪৩ বছরের জন্মদিন কাটাচ্ছেন খানিক অন্যভাবে, অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। প্রকৃতির কোলে, নদী, জঙ্গলের মাঝে, একেবারে 'উলঙ্গ' হয়ে ধরা দিলেন তারকা। 


এদিন নিজের পোস্টে দেওয়া ছবিগুলির একটিতে দেখা গেল অভিনেতা একেবারে উলঙ্গ হয়ে এক নদীর ধারে বসে রয়েছেন। এরপর জলে নেমে তাঁকে ধ্যান করতে দেখা গেল। শেষ ছবিতে জঙ্গলে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খাবার বানাতেও দেখা গেল তাঁকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'হিমালয়ের কোলে আমার রিট্রিট - 'দ্য অ্যাডোব অফ দ্য ডিভাইন', শুরু হয়েছিল ১৪ বছর আগে। আমি বুঝে ওঠার আগেই, প্রত্যেক বছর ৭ থেকে ১০ দিন একলা একান্তে কাটানোটা আমার জীবনের অংশ হয়ে ওঠে। বিলাসিতা এবং আনন্দের জীবন থেকে প্রকৃতির মাঝে এসে, আমি আমার একাকীত্ব খুঁজে পেতে এবং "আমি কে নই" জানার গুরুত্ব উপলব্ধি করতে উপভোগ করি যা "কে আমি" জানার প্রথম ধাপ এবং সেই সঙ্গে শান্তভাবে নিজেকে রক্ষা করা প্রকৃতি দ্বারা প্রদত্ত বিলাসিতার মাধ্যমে।'


 






একই সঙ্গে তিনি পোস্টে এও জানান যে সমস্ত কমফোর্ট জোন ও বিলাসিতা থেকে বেরিয়ে এসে বহির্বিশ্বের মাঝে তিনি খুবই আরামে আনন্দে থাকেন। 'খুদা হাফিজ' অভিনেতা লেখেন, 'আমি আমার স্বাচ্ছন্দ্যের বাইরে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করি এবং আমি প্রকৃতির প্রাকৃতিক তরঙ্গে মিশে যাই এবং আমি নিজেকে স্যাটেলাইট ডিশ অ্যান্টেনা হিসাবে কল্পনা করি - যা সুখ এবং ভালবাসার কম্পন গ্রহণ এবং নির্গত করে।'


আরও পড়ুন: 'Ram Krishnaa': এক হয়েছে রাম-কৃষ্ণার চার হাত, শেষ নিঃশ্বাস ত্যাগ আদরের বৌদিমার, ধারাবাহিকে 'মহাসপ্তাহ'


এই পোস্টের শেষে 'ফোর্স' অভিনেতা তাঁর নতুন ছবি 'ক্র্যাক'-এর ঘোষণাও করেন যা আগামী বছর মুক্তি পাওয়ার কথা। তিনি লেখেন, 'আমি আপাতত আমার নতুন অধ্যায়ের জন্য তৈরি ও উত্তেজিত - ক্র্যাক যা ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবি সৌজন্য - স্থানীয় রাখাল মোহর সিংহ।' প্রসঙ্গত, 'ক্র্যাক' ছবিতে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে দেখা যাবে অর্জুন রামপাল, নোরা ফতেহি ও অ্যামি জ্যাকসনকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।