কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa Mahashoptaho) এবার মহাসপ্তাহ। কোন বড় ট্যুইস্ট আসতে চলেছে এই ধারাবাহিকে? রইল খুঁটিনাটি। 


'রাম কৃষ্ণা' ধারাবাহিকে এবার মহাসপ্তাহ 


আগেই জানা গিয়েছিল হরগৌরী মন্দিরের উদ্বোধনের দিন ও রাম-কৃষ্ণার রেজিস্ট্রি বিয়ের দিন একই তারিখে পড়েছে। ফলে আদরের বৌদিমা অর্থাৎ অপর্ণার মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূর্ণ করা একপ্রকার কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রামের কাছে। অপর্ণা ক্যান্সারের রোগী, সে মৃত্যুর আগে রাম ও কৃষ্ণার বিয়ে দেখে যেতে চায়। বৌদিমার ইচ্ছা পূর্ণ করার জন্য রাম, কৃষ্ণা, তাদের অফিসেপ ম্যানেজার ও সহকর্মীরা খুব কায়দা করে রেজিস্ট্রি প্ল্যান করে। যদিও নারায়ণের আদেশ রামকে ব্রহ্মচারী রূপে মন্দিরের উদ্বোধন করতে হবে, এবং তাতেই তৈরি হয় সমস্যা। তাছাড়া, নারায়ণ ভাবেন যে এই উদ্বোধনের গোটা প্রক্রিয়াটা শীঘ্র করলে অপর্ণা যদি সুস্থ হয়ে ওঠে।


এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে, নারায়ণ উদ্বিগ্ন হয়ে ওঠে যখন, বাধ্য ছেলে রাম, সময়ে মন্দিরের পুজোয় উপস্থিত হয় না। এরইমধ্যে, বিয়ের রেজিস্ট্রি হয়, অপর্ণা তা চাক্ষুষ করে ভিডিও কলের মাধ্যমে। এই ঘটনায় উচ্ছ্বসিত হওয়া সত্ত্বেও, অপর্ণা রামকে ব্রহ্মচারী থাকার জন্য নারায়ণের নির্দেশ অমান্য করার কথা বলে অপরাধবোধে ভুগতে থাকে।


রাম পরে কৃষ্ণার সঙ্গে মন্দিরে পৌঁছে সবাইকে অবাক করে দেয়। নাটকীয় মুহূর্ত চরমে ওঠে যখন রাম তার বৈবাহিক অবস্থা প্রকাশ করে, নারায়ণ এবং পুরো পরিবারকে হতবাক করে দেয়। বিভ্রান্তি আরও গভীর হয় কারণ কেউই বুঝতে পারে না কেন রাম এবং কৃষ্ণা তাড়াহুড়ো করে বিয়ে করেছে যখন রামের ব্রহ্মচারী হিসাবে মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানটি পরিচালনা করার কথা ছিল। অপর্ণা, যিনি গোটা ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন এবং রাম কৃষ্ণার এই আকস্মিক কাজের কারণ ব্যাখ্যা করতে পারতেন, তার কিছু বলার আগেই স্বাস্থ্যের অবনতি ঘটতে। মন্দিরের ভিতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে, এবং নারায়ণ তার মৃত্যুর জন্য রামকে দায়ী করে। পরিবারে উত্তাল অস্থিরতা শুরু হয় এবং অপর্ণার মৃতদেহ মন্দির থেকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


আরও পড়ুন: 'Jaha Bolibo Shotto Bolibo': ওয়েব সিরিজে এবার মুখোমুখি মিমি-টোটা, আইনি টানাপোড়েনের গল্প বলবে 'যাহা বলিব সত্য বলিব', প্রকাশ্যে ট্রেলার


রাম এবং কৃষ্ণার বিবাহিত জীবন এখন কোন দিকে মোড় নেবে? তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে প্রত্যেকদিন রাত ৮টায়, কালার্স বাংলায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।