নয়াদিল্লি: সিনে দুনিয়ায় কান পাতলে শোনা যায়, তিনি নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে বেশ ভালবাসেন। ইতিমধ্যেই দক্ষিণ ভারতে তিনি বেশ জনপ্রিয় তারকা। পা রেখেছেন বলিউডে। মহিলা ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। এবারও তাঁর কীর্তি মন জয় করল নেটিজেনদের। কথা হচ্ছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে (Vijay Deverakonda) নিয়ে। সম্প্রতি দেখা গেল ভারতীয় জওয়ানদের (Indian Jawans) ক্যাম্পে হাজির হয়েছেন অভিনেতা। তাঁদের জীবনের সঙ্গে চলল নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা।
ভারতীয় সেনাদের সঙ্গে বিজয় দেবেরাকোন্ডা
ভারতের ন্যাশনাল ক্রাশ বিজয় দেবেরাকোন্ডাকে পাওয়া গেল ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। উরি, বারামুল্লা, জম্মু ও কাশ্মীরের জওয়ানদের কঠিন ও গর্বের জীবনের অংশ হলেন বিজয়। সম্প্রতি এক চ্যানেলের জন্য করলেন একাধিক অ্যাক্টিভিটি।
সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন অভিনেতা। উরির জওয়ানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কোলাজ। রাইফেল শ্যুটিং থেকে একাধিক স্টান্ট, যেগুলো সেনাদের নিত্যদিনের সঙ্গী, সেইসবেই নিজের হাত পাকাতে দেখা গেল অভিনেতাকে। ময়দানে নেমে আর্মি ড্রিল থেকে বিভিন্ন গেমস, বিজয় যে বেশ উপভোগ করেছেন গোটা বিষয়টা তা বলাই বাহুল্য। সব শেষে তাঁকে একটি স্পিচ দিতেও শোনা গেল। যেখানে সকল জওয়ানদের তিনি 'খুদা কে বন্দে' বলে সম্বোধন করেন।
ভিডিও পোস্ট করে 'লাইগার' অভিনেতা লেখেন, 'যদি পরিস্থিতি এমন হয়, আমি আমার ইউনিটকে চিনি। খুদা কে বন্দে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় হিন্দ।'
এই সফরের শেষে অভিনেতা একটি স্পিচ দেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি আশা করি যেন আমাদের কখনও যুদ্ধে না যেতে হয়। আমি প্রার্থনা করি যেন আপনাদের কাউকে কখনও জীবন-সঙ্কট পরিস্থিতির মুখে পড়তে না হয়। কামনা করি আপনারা সকলে দীর্ঘজীবী হন। প্রত্যেকে ১০০ বছর বাঁচুন, আনন্দে, পরিবার ও সন্তানদের সঙ্গে। দুর্দান্ত স্বাস্থ্য থাকুক আপনাদের, আনন্দে থাকুন। কেউ যেন জীবনে কখনও সমস্যার সম্মুখীন না হন। কিন্তু আমরা আপনাদের নিয়ে সত্যিই গর্বিত ও আপনাদের পরিষেবার জন্য অসংখ্য ধন্যবাদ।'
আরও পড়ুন: Freddy: আসছে কার্তিক-আলায়ার 'ফ্রেডি', প্রকাশ্যে প্রথম লুক পোস্টার
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার'। এছাড়া তাঁকে এরপর সামান্থার সঙ্গে 'খুশি' ও 'জন গণ মন'-তে দেখা যাবে।