কলকাতা: রাজ্যের (West Bengal) মুকুটে নয়া পালক। ফের রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প পেল স্কচ অ্যাওয়ার্ড (SKOCH award)। ট্যুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প।


মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। পাশাপাশি তিনি লিখেছেন, নারীর ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লক্ষ ক্ষমতাশালী মহিলার।


 






বিধানসভা নির্বাচনের আগেই ২০২০ সালে 'দুয়ারে সরকার' কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। য়ারে সরকার কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গিয়েছে। একমাসেরও কম সময়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্রের সংখ্যা ছাড়ায় কোটি। ২০২১ এ অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স সম্মানিত হয়েছে দুয়ারে সরকারও। দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু, গত বছর প্রকল্পের নিরিখে শীর্ষে ছিল স্বাস্থ্য সাথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই মহিলাদের সুবিধার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।                                 


আরও পড়ুন, 'রাজ্যকে ঋণ দেবেন না, ঋণ দিলে অপব্যবহার হবে', কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেদন শুভেন্দুর


এদিকে, পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পারেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই।