কলকাতা: আগামী ছবি 'চিনে বাদাম' (Cheene Baadaam) থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত (Yash Daasguptaa)। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিবৃতি দিয়ে এমনটাই ঘোষণা করেন অভিনেতা। এনা সাহা (Ena Saha) ও যশ দাশগুপ্ত এই ছবিতে প্রথমবার জুটি বাঁধেন। কিন্তু প্রযোজনা সংস্থা ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ নিয়ে মতভেদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে।
যশের সিদ্ধান্ত
শিলাদিত্য মৌলিক পরিচালিত ও এনা সাহার 'জারেক এন্টারটেনমেন্ট'র প্রযোজনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন এনা ও যশ। শ্যুটিং শেষে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এরপর গান মুক্তি পেয়েছে একাধিক। আগামী ১০ জুন ছবি মুক্তির কথা। তার ঠিক পাঁচ দিন আগে কেন ছবির সঙ্গে কার্যত সব সম্পর্ক ছিন্ন করলেন যশ দাশগুপ্ত?
ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লেখেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।'
আরও পড়ুন: 'Jawan' Update: শাহরুখ খানের 'জওয়ান' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সামান্থা, কেন সরে এলেন তিনি?
সূত্রের খবর, বিভিন্ন ব্যাপারে প্রযোজকদের সঙ্গে মতভেদ দেখা যাচ্ছিল যশের। ছবির প্রচার বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ দেখা যায় তাদের। ফলে এমন সিদ্ধান্ত নিয়েছেন যশ।
এর আগে ছবি প্রসঙ্গে অভিনেতাকে বলতে শোনা যায়, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। 'চিনে বাদাম' একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।'