মুম্বই: বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে (Fifth Death Anniversary) স্মরণে কন্যা ও তারকা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। শুক্রবার, ১৮ মার্চ, বাবা কৃষ্ণরাজ রাইয়ের (Krishnaraj Rai) পঞ্চম মৃত্যুবার্ষিকী। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন অভিনেত্রী।
বাবার একটি ছবি পোস্ট করেন ঐশ্বর্য। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'অনন্তকাল তোমাকে ভালবাসব প্রিয়তম ড্যাডি-আজ্জা। সবসময় এবং তারপরেও আমাদের গার্ডিয়ান-অ্যাঞ্জেল... ধন্যবাদ ও ভালবাসা।'
এছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিতে দাদুর গালে আদরের চুম্বন এঁকে দিচ্ছে নাতনি।
ঐশ্বর্য রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০১৭ সালে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করেন তিনি। বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন অভিনেত্রী। বাবার জন্মদিন হোক বা মৃত্যুবার্ষিকী, নিয়ম করে পোস্ট করে স্মরণ করেন তিনি।
আরও পড়ুন: Paran-Lily: ফের পরাণ-লিলি জুটি, গৌরব, দেবলীনা, ইন্দ্রাণীর হাত ধরে আসছে 'সার্কাসের ঘোড়া'
কিছুদিন আগেই ভাইরাল হয় অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা। স্কুলের জন্য তার হিন্দি আবৃত্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।