মুম্বই: বুধবার, ২১ জুন, গোটা বিশ্ব পালন করল 'আন্তর্জাতিক যোগ দিবস' (World Yoga Day)। প্রায় গোটা বলিউডই এদিন একাধিক পোস্টে ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া (Social Media)। নিজের যোগ-রুটিন শেয়ার করলেন তাঁরা অনুরাগীদের সঙ্গে। ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অনুরাগীদের জিজ্ঞেস করেন, তাঁর আসনের নাম। সেখানেই মজার উত্তর দেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। কিন্তু তিনি কি আদৌ সঠিক উত্তর দিলেন?
পোস্টে দীপিকার প্রশ্ন, উত্তর আলিয়ার
একটি আসনের পোজ দিয়ে ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন বুধবার। ক্যাপশনে লেখেন, 'আপনাদের মধ্যে কতজন জানেন এই আসনের নাম? #আন্তর্জাতিকযোগদিবস।' বাড়িতেই মেঝের ওপর যোগা করতে দেখা যায় তাঁকে ছবিতে। কালো জিমের পোশাকে ছিলেন অভিনেত্রী।
তাঁর পোস্টে উত্তর দেন আলিয়া ভট্ট। 'রাজি' অভিনেত্রী লেখেন, 'পাপ্পি পোজ' (Puppy Posee)। সঙ্গে ইমোজিও দেন। অন্যদিকে আরজে অভিনব মজা করে লেখেন, 'এটা কি "বিছানার নিচে চপ্পল ঢুকে গেছে" আসন?' অনুরাগীরাও উত্তর দিয়েছেন বটে। একজন লেখেন, 'ইউএসএ ক্যালিফোর্নিয়ার যোগা শিক্ষকেরা এটাকে পাপ্পি পোজ বলেন।'
সৌজন্য: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম
ওটা কি সত্যিই 'পাপ্পি পোজ'?
এক যোগা বিশেষজ্ঞ অবশ্য এই আসনে 'পাপ্পি পোজ' বলতে নারাজ। তিনি লেখেন, 'এটা জানু-বক্ষ আসন অর্থাৎ হাঁটু থেকে বুক মাটিতে দেওয়া পোজ। মেরুদণ্ডের জন্য আরামদায়ক। এটা একেবারেই 'পাপ্পি পোজ', নিম্নগামী কুকুর কোনওটাই নয়।' এর আরও এক নাম দিয়ে অপর একজন এর উপকারিতাও বর্ণনা করেছেন। তিনি লেখেন, 'এটি উত্তনা শিশোসন যা গ্লুটস এবং পিঠের নিচের দিকের টান থেকে মুক্তি দেয়, দুশ্চিন্তা, অ্যানজাইটি কমায়, রক্ত চলাচল বাড়ায়, হরমোনের ভারসাম্য রক্ষা করে। এটা পাপ্পি বা ডগি পোজ নয়... মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন... আশা করছি আমি সঠিক।'
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
বিশ্ব যোগ দিবস, বলিউড থেকে শুরু করে টলিউড.. সারা বছরই ফিটনেসকে সঙ্গে নিয়ে চলেন যাঁরা, তাঁদেরই দিন। সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা অভিনেত্রীই শেয়ার করে নিয়েছেন তাঁদের যোগাভ্যাসের ভিডিও। কেউ ঘরোয়াভাবে, কেউ বাড়ির ছাদে কেউ আবার জিমে গিয়ে রীতিমতো মজেছেন যোগাভ্য়াসে। কে কতটা ফিট, হদিশ পাওয়া যায় তারকাদের সামাজিক মাধ্যমের দেওয়াল থেকেই। কোয়েল মল্লিক, টোটা রায় চৌধুরী, মিমি চক্রবর্তী, টলিউডের তাবড় তারকারাও পোস্ট করেন ছবি ও ভিডিও।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial